ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 02: আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC, Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable তে আপনাদের সাহায্য করবে। ইতিহাস থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ইতিহাসের ৫০ টি প্রশ্ন উত্তর MCQ – 02
১. কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি।
২. গণেশ বিসু পিংলে কে ছিলেন?
Ans: গদর পার্টির একজন নেতা।
৩. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কী?
Ans: ড. রাজেন্দ্র প্রসাদ।
৪. খিলাফত দিবস কবে পালিত হয়?
Ans: ১৯১৯ সালের ১৭ অক্টোবর।
৫. কোলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়?
Ans: ১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারি।
৬. “বাংলার মুকুটহীন রাজা” কাকে বলা হয়?
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে।
৭. কলকাতা মেডিকেল কে প্রতিষ্ঠা করেন?
Ans: জন টেইলর।
৮. খোদা-ই-খিদমদৎগার দলের প্রতিষ্ঠাতা কে?
Ans: খান আব্দুল গফর খান।
৯. “গদর” কথার অর্থ কী?
Ans: বিপ্লব।
১০. গণপতি ও শিবাজী উৎসব কে চালু করেন?
Ans: বাল গঙ্গাধর তিলক।
১১. খলিফা কাদের বলা হয়?
Ans: তুরস্কের শাসক।
১২. গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল?
Ans: ৩৮৯ জন।
১৩. খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো
Ans: শওকত আলি ও মহম্মদ আলি।
১৪. কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?
Ans: ফজলুল হক।
১৫. কোলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: ১৭৮০ সালে।
১৬. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans: আমেরিকার সানফ্রানসিসকো শহরে।
১৭. কার স্বাক্ষরের ফলে গণপরিষদের সংবিধান পাশ হয়?
Ans: ড. রাজেন্দ্রপ্রসাদ
১৮. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
Ans: বি. আর. আম্বেদকর।
১৯. কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে?
Ans: লেনিন।
২০. কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন?
Ans: ১৯১৫ সালে মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ।
২১. কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?
Ans: প্রমথ নাথ মিত্র কে।
২২. কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়?
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২৩. কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়?
Ans: ১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।
২৪. কাকে ভারতের বিসমার্ক বলা হয়?
Ans: সর্দার বল্লভভাই প্যাটেল।
২৫. কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?
Ans: রিবেনট্রপ।
২৬. কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
Ans: মাও সে তুং।
২৭. কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়?
Ans: বাসুদেব বলবন্ত ফাদকে।
২৮. কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়?
Ans: মানবেন্দ্রনাথ রায়।
২৯. কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয়?
Ans: হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
৩০. কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?
Ans: মহাত্মা গান্ধি।
৩১. কে নিজেকে ইলদুচে হিসেবে ঘোষণা করেন?
Ans: মুসোলিনি।
৩২. কালো গান্ধি (Black Gandhi)- কাকে বলে?
Ans: ড. নেলসন মেন্ডেলা।
৩৩. কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?
Ans: মাদাম কামা।
৩৪. কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?
Ans: মহম্মদ ইকবাল।
৩৫. কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়?
Ans: মহাত্মা গান্ধি।
৩৬. কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে?
Ans: ফ্রেডারিখ তৃতীয়।
৩৭. কাকে ভারতের জাতির জনক বলা হয়?
Ans: মহাত্মা গান্ধি।
৩৮. কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?
Ans: ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে।
৩৯. কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?
Ans: প্রফুল্লচন্দ্র রায়।
৪০. কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?
Ans: মুসোলিনি।
৪১. কেশরী পত্রিকার সম্পাদক কে?
Ans: বাল গঙ্গাধর তিলক।
৪২. কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়?
Ans: দাদাভাই নৌরজী।
৪৩. কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়?
Ans: মেইন ক্যাম্প।
৪৪. কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়?
Ans: সুখময় সেন্গুপ্ত।
৪৫. কার্লাইল সার্কুলার কে জারী করেন?
Ans: সি.ডব্ল.কার্লাইল।
৪৬. কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?
Ans: লক্ষ্মী স্বামিনাথন।
৪৭. কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?
Ans: অশ্বিনী কুমার দত্ত।
৪৮. কে নাইট উপাধি ত্যাগ করেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৯. কে গান্ধি বুড়ি নামে খ্যাত?
Ans: মাতঙ্গিনী হাজরা।
৫০. কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।