ভারতীয় সংবিধানের প্রস্তাবনা

টেলিগ্রামে যুক্ত হোন

preamble-to-the-constitution-of-india

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা :

আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম,সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্টার সঙ্গে শপথগহণ করছি এবং তার শুক্ল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার;
চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা;
মর্যাদা ও সুযোগ – সুবিধার সমতা সৃষ্টি
এবং তাদের সকলের মধ্যে
সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ ১৯৪৯ সালের ২৬ সে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

. বর্তমানে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছে।
২. ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়, তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছে।
৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুকে উথাপন করেন পন্ডিত জওহরলাল নেহেরু।
৪. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে।
৫. ১৯৭৬ সালের , ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গনত্রান্তিক ও ধর্ম নিরপেক্ষ এই কথা গুলো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়।
৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়।
৭. বেরুবাড়ি মামলায় সুপ্রিমকোর্ট রায় দেয় যে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। ১৯৭৩ সালে , কেশবানন্দ ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে রায় করে যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ।
৮. ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা গহণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্টের সংবিধান থেকে।
৯. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ননজাস্টিসেবেল।
১০. আজ পযন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবার সংশোধন হয়েছে।

ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বিশ্লেষণ :

সার্বভৌম: রাষ্ট্র আভ্যন্তরীন ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্ত রূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত।

ধর্মনিরপেক্ষ: রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিতিত্তে কোনো কর আরোপ করবে না। রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না। রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেকে স্বাধীনভাবে আপন ধর্ম পালন ও প্রচার করতে পারবে।

প্রজাতান্ত্রিক: রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে এবং শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, নিদিষ্ট টার্মের জন্য নির্বাচিত হতে হবে।

গণতান্ত্রিক: জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে।

সমাজতান্ত্রিক: রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। রাষ্টের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণ রূপে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রণ হবে। উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকাধীন এবং উদপন্ন দ্রব্যসামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র।

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্ৰান্ত প্ৰশ্ন ও উত্তর :

১. ” ধর্মনিরপেক্ষতা ” এই ধারণাটির সঠিক
a. রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে
b. রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালনা হয় না
c. সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে
d. উপরের কোনটি নয়
Ans: b

২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় ?
a. ভারতীয় রাজনৈতিক প্রকিতির অবস্থান
b. রাষ্ট্ররূপে ভারতের আদৰ্শ ও লক্ষ্য
c. কত সালে সংবিধান গৃহীত হয়েছিল
d. ভারতের বৈদেশিক নীতি
Ans: b

৩. ভারত একটি ” প্রজাতন্ত্র রাষ্ট্র ” কারণ –
a. রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন
b. মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন
c. ভারতের রাষ্ট্রপতি পদটি একটি নির্বাচিত পদ
d. ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম
Ans: c

৪. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতের সংবিধানের প্রস্তাবনা ?
a. ২৪ তম
b. ৪৪ তম
c. ৪২ তম
d. ৬১ তম
Ans: c

৫. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম – নিরপেক্ষ, গণতান্ত্রিক , প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি ১৯৭৫ সালের ৪২ তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ?
a. সার্বভৌম, সমাজতান্ত্রিক
b. সমাজতান্ত্রিক, ধর্ম – নিরপেক্ষ
c. ধর্ম – নিরপেক্ষ, গণতান্ত্রিক
d. গণতান্ত্রিক, প্রজাতন্ত্র
Ans: b

৬. ” সমাজতান্ত্রিক ” শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?
a. ১৯৫২
b. ১৯৭৬
c. ১৯৫০
d. ১৯৭৮
Ans: b

৭. ভারতের শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি
a. সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
b. সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
c. সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
d. যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ans: c

৮. ” ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ” – এর অর্থ ভারত
a. ঈশ্বরবিহীন রাষ্ট্র
b. সবধর্মে সহানুভূতিশীল
c. সর্বধর্ম বিরোধী
d. সকল ধর্মের প্রতি নিরপেক্ষ
Ans: d

৯. সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক ?
a. বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
b. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
c. সীমানা সম্পকিত বিতর্ক থেকে মুক্ত
d. কোনও আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত
Ans: a

১০ . ” সমাজতান্ত্রিক ” ও ” ধর্মনিরপেক্ষ ” এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল
a. ২৪ তম সংশোধনীর দ্বারা
b. ৪২ তম সংশোধনীর দ্বারা
c. ৪৩ তম সংশোধনীর দ্বারা
d. ৪৪ তম সংশোধনীর দ্বারা
Ans: b

১১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এর অর্থ
a. ধর্মিত পুজা বারণ
b. রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকথা করে
c. রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনোরকম বৈষম্য করা হয় না
d. উপরের কোনটি নয়
Ans: c

১২. ভারতের সংবিধানের আত্মা বলা হয়
a. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে
b. ভারতীয় সংবিধানে প্রস্তাবনাকে
c. মৌলিক অধিকারকে
d. উপরের কোনটি নয়
Ans: b

১৩. গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল –
a. রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন
b. রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত হবেন
c. রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবেন
d. জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনা করবে
Ans: d

১৪. ভারতের সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কিরূপ রাষ্ট্র উল্লেখ করা হয়েছিল ?
a. সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
b. সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
c. সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
d. যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ans: a

১৫. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরণের ন্যায়বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে ?
a. সামাজিক
b. অর্থনৈতিক
c. রাজনৈতিক
d. কোনটি নয়
Ans: d

১৬. জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে ?
a. ১৯৫২
b. ১৯৭৬
c. ১৯৫০
d. ১৯৭৮
Ans: b

১৭. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ ?
a. বেরুবাড়ি মামলা
b. গোলকনাথ মামলা
c. কেশবা ভারতী মামলা
d. মিনিভা মিলস মামলা
Ans: a

১৮. ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা,সাম্য ও ভাতৃত্বদের যে ধারণা উল্লেখ আছে সেটি কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় হয়েছিল ?
a. ফরাসি বিপ্লব
b. রাশিয়ার বিপ্লব
c. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
d. আমেরিকার স্বাধীনতা সংগ্রাম
Ans: a


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল  থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply