আজকে, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল।সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা
নং | রাজ্য | সরকারী ভাষা |
---|---|---|
1 | পশ্চিমবঙ্গ | বাংলা, ইংরাজী |
2 | ত্রিপুরা | বাংলা, ইংরেজি,ককবরক |
3 | আসাম | অসমিয়া |
4 | ওড়িশা | ওড়িয়া |
5 | মণিপুর | মণিপুরি |
6 | উত্তরাখণ্ড | হিন্দি, সংস্কৃত |
7 | ছত্রিশগড় | হিন্দি |
8 | রাজস্থান | হিন্দি |
9 | হিমাচল প্রদেশ | হিন্দি |
10 | হরিয়ানা | হিন্দি, ইংরাজি, পাঞ্জাবী |
11 | নাগাল্যান্ড | ইংরেজি |
12 | অরুণাচল প্রদেশ | ইংরেজি |
13 | মেঘালয় | ইংরেজি |
14 | সিকিম | ইংরেজি, নেপালী |
15 | বিহার | হিন্দি |
16 | ঝাড়খণ্ড | হিন্দি, সাঁওতালী |
17 | তামিলনাড়ু | তামিল, ইংরাজি |
18 | পাঞ্জাব | পাঞ্জাবি |
19 | অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
20 | মহারাষ্ট্র | মারাঠি |
21 | কেরল | মালয়ালম |
22 | কর্ণাটক | কন্নড় |
23 | মধ্যপ্রদেশ | হিন্দি |
24 | উত্তরপ্রদেশ | হিন্দি, উর্দু |
25 | তেলেঙ্গানা | তেলেগু |
26 | গুজরাট | গুজরাটি |
27 | গোয়া | কোঙ্কনি |
28 | মিজোরাম | মিজো, হিন্দি, ইংরেজি |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের প্রধান ভাষা কয়টি ?
Ans: ২৩ টি
2. কুদুক কোন রাজ্যের ভাষা ?
Ans: ছত্রিশগড়
3. হিন্দি কোন রাজ্যের ভাষা ?
Ans: রাজস্থান
4. তেলেগু কোন রাজ্যের ভাষা ?
Ans: অন্ধ্রপ্রদেশ
5. মালায়ালাম কোন রাজ্যের ভাষা ?
Ans: কেরল
6. তামিল কোন রাজ্যের ভাষা ?
Ans: তামিলনাড়ু
7. চ্যাং কোন রাজ্যের প্রধান ভাষা ?
Ans: নাগাল্যান্ড
8. পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ভাষা কি ?
Ans: বাংলা, ইংরাজী
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF
Language : Bengali
Size : 57 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download