আজকে, প্রথম কৃষি উৎপাদক রাজ্য (Top Crops Producing States) PDF টি নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম কৃষি উৎপাদক রাজ্য (Top Crops Producing States) – এর তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
প্রথম কৃষি উৎপাদক রাজ্যের তালিকা :
ফসলের নাম | প্রথম | দ্বিতীয় | তৃতীয় |
---|---|---|---|
ধান | পশ্চিমবঙ্গ | পাঞ্জাব | উত্তরপ্রদেশ |
বাজরা | রাজস্থান | গুজরাট | মহারাষ্ট্র |
গম | উত্তরপ্রদেশ | পাঞ্জাব | হরিয়ানা |
ভুট্টা | মধ্যপ্রদেশ | অন্ধ্রপ্রদেশ | কর্ণাটক |
রেসপিড এবং সরিষা | রাজস্থান | উত্তরপরেশ | হরিয়ানা |
সয়াবিন | মধ্যপ্রদেশ | মহারাষ্ট্র | রাজস্থান |
সমগ্র ডাল | মধ্যপ্রদেশ | মহারাষ্ট্র | উত্তরপ্রদেশ |
তৈলবীজ | মধ্যপ্রদেশ | মহারাষ্ট্র | গুজরাট |
বাদাম | গুজরাট | তামিলনাড়ু | অন্ধ্রপ্রদেশ |
সূর্যমুখী | কর্ণাটক | অন্ধ্রপ্রদেশ | মহারাষ্ট্র |
ইক্ষু | মধ্যপ্রদেশ | মহারাষ্ট্র | কর্ণাটক |
কফি | কর্ণাটক | কেরালা | তামিলনাড়ু |
রবার | কেরালা | তামিলনাড়ু | কর্ণাটক |
পশম | কর্ণাটক | জম্মু ও কাশ্মীর | অন্ধ্রপ্রদেশ |
তুলা | মহারাষ্ট্র | গুজরাট | অন্ধ্রপ্রদেশ |
পাট | পশ্চিমবঙ্গ | বিহার | অসম |
চাঁ | অসম | পশ্চিমবঙ্গ | হিমাচল প্রদেশ |
তামাক | গুজরাট | অন্ধ্রপ্রদেশ | কর্ণাটক |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. দুধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: উত্তরপ্রদেশ
2. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: উত্তরপ্রদেশ
3. গম উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয়?
Ans: পাঞ্জাব
4. ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম?
Ans: পশ্চিমবঙ্গ
5. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: উত্তরপ্রদেশ
6. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: অসম
7. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য দ্বিতীয়?
Ans: পশ্চিমবঙ্গ
8. কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: গুজরাট
9. আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: উত্তরপ্রদেশ
10. তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: গুজরাট
11. বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
Ans: তামিলনাড়ু
12. রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম?
Ans: কর্ণাটক
13. রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
Ans: কেরালা
আরোও পড়ুন:
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা
File Details:
PDF Name : প্রথম কৃষি উৎপাদক রাজ্য PDF
Language: Bengali
Size: 53 KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download