আজকে, ভারতের জাতীয় সড়ক তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। ভারতের জাতীয় সড়ক তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের জাতীয় হাইওয়ে
নং | ন্যাশনাল হাইওয়ে | দৈর্ঘ্য | রুট |
---|---|---|---|
1 | NH 44 (old NH 7) | 3,745 | শ্রীনগর থেকে কন্যাকুমারী |
2 | NH 27 | 3,507 | গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর |
3 | NH 48 (old NH 8) | 2,807 | দিল্লি থেকে চেন্নাই |
4 | NH 52 | 2,317 | সঙ্গরুর, পাঞ্জাব থেকে আনকোলা, কর্ণাটক |
5 | NH 30 (Old NH 221) | 2,040 | উত্তরাখণ্ডের সেতারগঞ্জ থেকে অন্ধ্রপ্রদেশের ইব্রাহিমপত্তনম। |
6 | NH 6 | 1,873 | মেঘালয়ে জোরাবত এবং মিজোরামে সেলিং এ শেষ হয় |
7 | NH 53 | 1,781 | গুজরাটের হাজিরা এবং ওড়িশার প্রদীপ বন্দর। |
8 | NH 16 (Old NH 5) | 1,711 | পশ্চিমবঙ্গের পূর্ব উপকূল থেকে তামিলনাড়ুর চেন্নাই। |
9 | NH 66 (Old NH 17) | 1,622 | পানভেল এবং কন্যাকুমারীতে শেষ হয় |
10 | NH 19 (Old NH 20) | 1,435 | দিল্লি থেকে কলকাতা |
11 | NH 34 | 1,426 | উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম এবং মধ্যপ্রদেশের লখনাদন |
সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
Ans: NH 44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক।
2. ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি?
Ans: NH 48 (old NH 8) ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক।
3. ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
Ans: NH 27 ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক।
4. ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়কের নাম কি ?
Ans: NH 118 এবং NH 548 ভারতের সংক্ষিপ্ততম জাতীয় সড়ক।
5. কোন সংস্থার মাধ্যমে জাতীয় সড়ক পথ তৈরি হয়?
Ans: ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই সংস্থার মাধ্যমে জাতীয় সড়ক পথ তৈরি হয়।
6. ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক কোনটি?
Ans: NH 48 (old NH 8) ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক।
File Details:
PDF Name : ভারতের জাতীয় সড়ক তালিকা PDF
Language : Bengali
Size : 68 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download