গণপরিষদ ও ভারতের সংবিধান রচনার ইতিহাস

টেলিগ্রামে যুক্ত হোন

history-of-constituent-assembly-and-constitution-of-ndia

সংবিধান:

একটি রাষ্ট্র প্রশাসন যে যে মৌলিক শর্ত এর ভিত্তিতে পরিচালিত হবে সেই শর্ত গুলোর সংকলন কে সংবিধান বলা হয়।রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠান এবং তাদের আধিকারিকদের দায়িত্ব, দায়বদ্বতা ও ক্ষমতা লেখা থাকে প্রত্যেক টি দেশের সংবিধান। ব্রিটেন ব্যাতিত প্রত্যেকটি গণতান্ত্রিক দেশের লিখিত সংবিধান আছে। এই সংবিধান গুলির মধ্যে আয়তনে বৃহত্তম ভারতের সংবিধান। ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান গৃহীত হবার সময় এতে ২২ টি পার্ট,৩৯৫ টি অনুচ্ছেদ এবং ৪ টি তপসীলি ছিল।

গণপরিষদ:

ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ।গণতান্ত্রিক রীতি নীতি অনুসারে একটি দেশের শাসন ব্যাবস্থা দেশের অধিবাসীদের দ্বারা রচিত হাওয়া উচিত। কিন্তু সেই সময় দেশবাসী সকলের সংবিধান রচনার কাজে সরাসরি যুক্ত হাওয়া সম্ভব ছিল না। তাই দেশবাসীর কয়েকজনকে নিয়ে একটি কমিটি তৈরী করা হয়। এই কমিটি দেশ ও দেশের মানুষ এর জন্য সংবিধান রচনা করে। দেশের জনগণের হয়ে যেই কমিটি সংবিধান রচনা করে, সম্মিলিত ভাবে তাদের গণপরিষদ বলে। ভারতে গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারত এর সংবিধান।

১৯৪৬ সালে গণপরিষদের গঠন মূলত ৪ টি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, নীতি গুলো হল:

  • প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে [ প্ৰত্যেক ১০ লক্ষ জনসংখ্যার জন্য একজন] গণপরিষদে আসন পাবে। ঠিক হয় প্রদেশ গুলির আসন সংখ্যা হবে ২৯২ এবং দেশীয় রাজ্য গুলির আসন সংখ্যা হবে সর্বাধিক ৯৩।
  • প্ৰত্যেক প্রদেশ এর আসন সংখ্যা সাধারণ, মুসলিম এবং শিখ এই ৩ সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হরে বিষক্ত হবে।
  • প্রত্যেক সম্পদায়ের সদস্যগণ এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভিটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভা গুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করবে।
  • দেশীয় রাজ্যগুলি থেকে প্রতিনিধি মনোনয়ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে।

১৯৪৬ সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচিত অনুষ্ঠিত হয়। প্রদেশগুলি থেকে নির্বাচিত ২৯২ জন এবং দেশীয় রাজ্যগুলি থেকে ৯৩ কে নিয়ে গঠিত হয় গণপরিষদ। ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর দিল্লির ” কনস্টিটিউশন হল ” এ গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

গণপরিষদে প্রতিনিধিত্বের বিভাজন :

ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সংখ্যা স্থির হয় ৩৮৯ জন। এর মধ্যে ১১ টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবেন ২৯২ জন সদস্য। ৭৮ টি মুসলিমদের জন্য, ৪ টি শিখ এবং সাধারণের জন্য ২১০ টি আসন নির্ধারিত করা হয়।

৪ জন সদস্য আসবেন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি ( দিল্লী, আজমীর-মারওয়া, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান ) থেকে। এছাড়াও ৯৩ জন সদস্য আসবে দেশীয় রাজ্যগুলি থেকে।

গণপরিষদে ব্রিটিশ ভারতের প্রদেশগুলির আসন :

প্রদেশের নাম সাধারণ আসনের সংখ্যা মুসলিমের জন্য সংরক্ষিত আসন শিখদের জন্য সংরক্ষিত আসন মোট আসন
মাদ্রাজ ৪৫ ৪৯
বোম্বাই ১৯ ২১
উত্তরপ্রদেশ ৪৭ ৫৫
বিহার ৩১ ৩৬
কেন্দ্রীয় প্রদেশ সমূহ ১৬ ১৭
ওড়িশা
পাঞ্জাব ১৬ ২৮
উত্তর – পশ্চিম সীমান্ত প্রদেশ
সিন্ধ
বাংলা ২৭ ৩৩ ৬০
অসম ১০
২১০ ৭৮ ২৯২

গণপরিষদ ও ভারতের সংবিধান রচনা সংক্রান্ত কিছু বিশেষ তথ্য:

  • সংবিধান রচনা করতে সময় লেগেছে ২ বছর ১১ মাস ১৭ দিন।
  • সংবিধান রচনাতে মোট খরচ হয়েছে ৬৪ লক্ষ ভারতীয় মুদ্রা।
  • সংবিধান রচনার সময় গণপরিষদের মোট ৭টি অধিবেশন হয়।
  • ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর, দিল্লির কান্ট্রিটিউশন হলে গণপরিষদের প্রথম সভাতে ২০৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

গণপরিষদ ও ভারতের সংবিধানের ইতিহাস সংক্ৰান্ত প্রশ্ন ও উত্তর :

১. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ? 
a. ১৫ অগাস্ট, ১৯৪৭
b. ২৪ জুলাই, ১৯৪৮
c. ২৬ জানুয়ারী, ১৯৫০
d. ২০ জানুয়ারী, ১৯৫১
Ans: c

২. ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? 
a. জওহরলাল নেহেরু
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. ডঃ বি আর আম্ববেদকার
d. ডঃ সচ্চিদানন্দ সিনহা
Ans: d

৩. ভারতের সংবিধান রচনার উদ্দেশে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 
a. ৩০০
b. ৩০৫
c. ৩০৮
d. ৩৮৯
Ans: d

৪. ভারতের সংবিধান কে রচনা করেন? 
a. ডঃ বি আর আম্ববেদকার
b. ডঃ সচ্চিদানন্দ সিনহা
c. জওহরলাল নেহেরু
d. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
Ans: a

৫. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে? 
a. ২৬ জানুয়ারী, ১৯৫০
b. ১৫ অগাস্ট, ১৯৪৭
c. ২৬ নভেম্বর, ১৯৪৯
d. ২০ জানুয়ারী, ১৯৫১
Ans: c

৬. ভারতের সংবিধানের জনক কে? 
a. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
b. ডঃ বি আর আম্ববেদকার
c. ডঃ সচ্চিদানন্দ সিনহা
d. জওহরলাল নেহেরু
Ans: b

৭. কার অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? 
a. ক্যাবিনেট মিশন প্ল্যান
b. মাউন্টব্যাটেন প্ল্যান
c. ভারতীয় স্বাধীনতা আইন
d. কোনোটিই নয়
Ans: a

৮. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে? 
a. ১৯৫২
b. ১৯৪৯
c. ১৯৫০
d. ১৯৫২
Ans: c

৯. কবে অনুষ্টিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? 
a. ৯ ডিসেম্বর , ১৯৪৬
b. ১৫ আগষ্ট, ১৯৪৭
c. ২৬ জানুয়ারী, ১৯৪৯
d. ২৬ নভেম্বর, ১৯৪৯
Ans: a

১০. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? 
a. ডঃ সচ্চিদানন্দ সিনহা
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. ডঃ বি আর আম্ববেদকার
d. জওহরলাল নেহেরু
Ans: c

১১. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
a. ডঃ সচ্চিদানন্দ সিনহা
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. জওহরলাল নেহেরু
d. ডঃ বি আর আম্ববেদকার
Ans: d

১২. ভারতের সংবিধান কবে ঘোষণা করা হয়? 
a. ২৬ শে জানুয়ারী,১৯৫২
b. ২৬ শে জানুয়ারী, ১৯৫৩
c. ২৬ শে জানুয়ারী, ১৯৫১
d. ২৬ শে জানুয়ারী, ১৯৫০
Ans: d

১৩. ভারতের সংবিধান কবে ঘোষণা করা হয়? 
a. ১৩
b. ৮৩
c. ৯৩
d. ৯৭
Ans: c

১৪ . গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয়?  
a. ১৯৪৭ সালের ২২ জুলাই
b. ১৯৪৭ সালের ১৫ অগাস্ট
c. ১৯৫০ সালের ২৬ জানুয়ারী
d. ১৯৫১ সালের ২৬ জানুয়ারী
Ans: a

১৫. গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়?
a. ১৩
b. ১১
c. ১৪
d. ১৭
Ans: b

১৬. গণপরিষদে মোট কতজন সদস্য ছিলেন?
a. ২৪৩
b. ৯৩
c. ৩৮৯
d. ২৯২
Ans: c

১৭. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
a. ডঃ সচ্চিদানন্দ সিনহা
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. ডঃ বি আর আম্ববেদকার
d. জওহরলাল নেহেরু
Ans: b

১৮ . ভারতের সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবগুলি কে উত্থাপন করেন?
a. ডঃ সচ্চিদানন্দ সিনহা
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. ডঃ বি আর আম্ববেদকার
d. জওহরলাল নেহেরু
Ans: d

১৯. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে স্থির করা হয়?
a. প্রথম
b. তৃতীয়
c. চতুর্থ
d. পঞ্চম
Ans: c

২০. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিল না?
a. মহাত্মা গান্ধী
b. বল্লভ ভাই প্যাটেল
c. কে. এম . মুন্সী
d. জে . বি . কৃপালিনী
Ans: a

২১. গণপরিষদে প্রাথমিক সদস্যপদের মধ্যে কত গুলি আসন মুসলিম দের জন্য সংরক্ষিত ছিল ?
a. ৭৮
b. ৮৭
c. ৭৭
d. ৮৬
Ans: a

২২. গণপরিষদের প্রথম অধিবেশনে কোন শহরে হয়েছিল?
a. হায়দ্রাবাদ
b. কলকাতা
c. মুম্বাই
d. নিউ দিল্লী
Ans: d

২৩ . মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
a. ২৪১
b. ২৯৯
c. ২৮৩
d. ৯৩
Ans: b

২৪. চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটিতে মোট কত জন সদস্য ছিল?
a. ৭
b. ৯
c. ৮
d. ১০
Ans: a

২৫. কোন পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো?
a. সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
b. দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
c. কোনটি নয়
d. সর্বসম্মতিক্রমে
Ans: d

২৬. কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ?
a. ডঃ বি. এন রাউ
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. ডঃ সচ্চিদানন্দ সিনহা
d. কোনটি নয়
Ans: a

২৭. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?
a. ডঃ বি. এন রাউ
b. ডঃ রাজেন্দ্র প্রাসাদ
c. কে. এম . মুন্সী
d. ডঃ সচ্চিদানন্দ সিনহা
Ans: a

২৮. কত সালে সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল?
a. ১৯৪৯
b. ১৯৪৮
c. ১৯৫০
d. ১৯৫১
Ans: b

২৯. কবে জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন?
a. ১৯৪৯ সালের ২৬ শে জানুয়ারী
b. ১৯৪৮ সালের ২৬ শে জানুয়ারী
c. ১৯৪৭ সালের ২২শে
d. কোনটি নয়
Ans: c

৩০ . কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?
a. ডঃ এস. রাধাকৃষ্ণন
b. মতিলাল নেহেরু
c. ডঃ রাজেন্দ্র প্রসাদ
d. জওহরলাল নেহেরু
Ans: d

৩১ . ভারতবর্ষের সংবিধান –
a. পৃথিবীর বৃহত্তম সংবিধান
b. পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান
c. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান
d. পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান
Ans: c

৩২ . কত সালে জওহরলাল নেহেরু গণপরিষদে প্রস্তাবটি উস্থাপন করেছিল?
a. ১৯৪৭ সালের ২২ শে জানুয়ারী
b. ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট
c. ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর
d. ১৯৪৯ সালের ২৬ শে জানুয়ারী
Ans: a


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল  থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Share your love

Leave a Reply