আজকে, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম (List of Chief Ministers of India) নিয়ে আমরা আলোচনা করবো।ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম
রাজ্যের নাম | মুখ্যমন্ত্রী |
---|---|
অন্ধ্রপ্রদেশ | শ্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি |
অরুণাচল প্রদেশ | শ্রী পেমা খান্ডু |
আসাম | শ্রী হিমন্ত বিশ্ব শর্মা |
বিহার | শ্রী নীতীশ কুমার |
ছত্তিশগড় | শ্রী ভূপেশ বাঘেল |
দিল্লি (UT) | শ্রী অরবিন্দ কেজরিওয়াল |
গোয়া | শ্রী প্রমোদ সাওয়ান্ত |
গুজরাট | শ্রী ভূপেন্দ্র প্যাটেল |
হরিয়ানা | শ্রী মনোহর লাল |
হিমাচল প্রদেশ | শ্রী সুখবিন্দর সিং সুখু |
ঝাড়খণ্ড | শ্রী হেমন্ত সোরেন |
কর্ণাটক | শ্রী বাসভরাজ বোমাই |
কেরালা | শ্রী পিনারাই বিজয়ন |
মধ্যপ্রদেশ | শ্রী শিবরাজ সিং চৌহান |
মহারাষ্ট্র | শ্রী একনাথ শিন্ডে |
মণিপুর | শ্রী এন. বীরেন সিং |
মেঘালয় | শ্রী কনরাড কংকাল সাংমা |
মিজোরাম | শ্রী পু জোরামথাঙ্গা |
নাগাল্যান্ড | শ্রী নিফিউ রিও |
ওড়িশা | শ্রী নবীন পট্টনায়েক |
পুদুচেরি (UT) | শ্রী এন. রাঙ্গাস্বামী |
পাঞ্জাব | শ্রী ভগবন্ত সিং মান |
রাজস্থান | শ্রী অশোক গেহলট |
সিকিম | শ্রী পিএস গোলে |
তামিলনাড়ু | শ্রী এম কে স্টালিন |
তেলেঙ্গানা | শ্রী কে চন্দ্রশেখর রাও |
ত্রিপুরা | ড. মানিক সাহা |
উত্তরপ্রদেশ | শ্রী যোগী আদিত্য নাথ |
উত্তরাখণ্ড | শ্রী পুষ্কর সিং ধামি |
পশ্চিমবঙ্গ | শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শ্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।
2. অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শ্রী পেমা খান্ডু।
3. আসামের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: আসামের মুখ্যমন্ত্রীর নাম শ্রী হিমন্ত বিশ্বশর্মা।
4. বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: বিহারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী নীতীশ কুমার।
5. ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম শ্রী ভূপেশ বাঘেল।
6. দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: দিল্লির মুখ্যমন্ত্রীর নাম শ্রী অরবিন্দ কেজরিওয়াল।
7. গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: গোয়ার মুখ্যমন্ত্রীর নাম প্রমোদ সাওয়ান্ত।
8. গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম শ্রী ভূপেন্দ্র প্যাটেল।
9. হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম শ্রী মনোহর লাল।
10. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শ্রী সুখবিন্দর সিং সুখু।
11. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম শ্রী হেমন্ত সোরেন।
12. কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম শ্রী বাসভরাজ বোমাই।
13. কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: কেরালার মুখ্যমন্ত্রীর নাম শ্রী পিনারাই বিজয়ন।
14. মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শিবরাজ সিং চৌহান।
15. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম শ্রী একনাথ শিন্ডে।
16. মনিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: মনিপুরের মুখ্যমন্ত্রীর নাম শ্রী এন. বীরেন সিং।
17. মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম শ্রী কনরাড কংকাল সাংমা।
18. মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম শ্রী পু জোরামথাঙ্গা।
19. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম শ্রী নিফিউ রিও।
20. ওড়িশার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: ওড়িশার মুখ্যমন্ত্রীর নাম শ্রী নবীন পট্টনায়েক।
21. পুদুচেরির মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: পুদুচেরির মুখ্যমন্ত্রীর নাম শ্রী এন. রাঙ্গাস্বামী।
22. পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম শ্রী ভগবন্ত সিং মান।
23. রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম শ্রী অশোক গেহলট।
24. সিকিমের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: সিকিমের মুখ্যমন্ত্রীর নাম শ্রী পিএস গোলে।
25. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম শ্রী এম কে স্টালিন।
26. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম শ্রী কে চন্দ্রশেখর রাও।
27. ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম ড. মানিক সাহা।
28. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শ্রী যোগী আদিত্য নাথ।
29. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম শ্রী পুষ্কর সিং ধামি।
30. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি?
Ans: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম PDF
Language : Bengali
Size : 98 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download