আজকে, আমরা আলোচনা করবো এক নজরে ভারত (India At A Glance)। ভারতের অবস্থান, জনসংখ্যা, শিক্ষার হার, সরকারি ভাষা, বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, জনঘনত্ব, জাতীয় সঙ্গীত, উচ্চতম শৃঙ্গ আরও অনেক কিছু নিয়ে এই তালিকাটি প্রস্তূত করা হল। পোস্টটি কেমন লাগলো অবশই আমাদের জানাবেন।
এক নজরে ভারত (India At A Glance) :
1 | রাজধানী | নিউ দিল্লী |
2 | আক্ষাঙ্শ | 8°4′ – 37°6′ উত্তর |
3 | দ্রাঘিমাংশ | 68°7′ – 97°25′ পূর্ব |
4 | আয়তন | 32,87,263 বর্গকিমি |
5 | সরকারি ভাষা | হিন্দি ও ইংরেজি |
6 | রাজ্য সংখ্যা | 28 টি |
7 | বৃহত্তম রাজ্য | রাজস্থান (3,42,239 বর্গকিমি ) |
8 | ক্ষুদ্রতম রাজ্য | গোয়া (3702 বর্গকিমি ) |
9 | সর্বাধিক জনবহুল রাজ্য | উত্তরপ্রদেশ |
10 | সর্বনিম্ন জনবহুল রাজ্য | সিকিম |
11 | মোট স্বীকৃত ভাষা | 22টি |
12 | আন্তর্জাতিক সীমানা | 7,516.6 কিমি |
13 | জনসংখ্যা | 1, 21, 08, 54, 977 জন (2011) |
14 | পুরুষ | 62, 32, 70, 258 জন (2011) |
15 | মহিলা | 58, 75, 84, 719 জন (2011) |
16 | জনঘনত্ব | 370.8 / বর্গকিমি } |
17 | সর্বাধিক জনঘনত্ব রাজ্য | বিহার (1102জন /বর্গকিমি) |
18 | সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য | অরুণাচল প্রদেশ (17জন /বর্গকিমি) |
19 | জনসংখ্যা বৃদ্ধির হার | 1.64 % |
20 | লিঙ্গ অনুপাত | 940 |
21 | সর্বাধিক লিঙ্গ অনুপাত রাজ্য | কেরালা (1084) |
22 | সর্বাধিক লিঙ্গ অনুপাত রাজ্য | হরিয়ানা (877) |
23 | স্বাক্ষরতার হার | 74.04 % |
24 | সর্বাধিক স্বাক্ষর রাজ্য | কেরালা (94%) |
25 | সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য | বিহার (63.82%) |
26 | কেন্দ্রশাসিত অঞ্চল | 8 টি |
27 | জাতীয় গান | বন্দেমাতরম |
28 | জাতীয় সঙ্গীত | জন গন মন |
29 | মুদ্রা | ইন্ডিয়ান রুপি |
30 | উচ্চতম শৃঙ্গ | কাঞ্চনজঙ্ঘা |
31 | জাতীয় খেলা | হকি |
32 | জাতীয় পাখি | ময়ূর |
33 | জাতীয় পশু | বাঘ |
34 | জাতীয় ফুল | পদ্ম |
35 | জাতীয় গাছ | কলাগাছ |
36 | জাতীয় ফল | আম |
37 | জাতীয় নদী | গঙ্গা |
38 | জাতীয় ঐতিহ্যশালী পশু | হাতি |
39 | জাতীয় জলজ প্রাণী | নদীর-ডলফিন |
40 | জাতীয় দিবস | 26 জানুয়ারী (প্রজাতন্ত্র দিবস) , 15 আগস্ট ( স্বাধীনতা দিবস ), 2 অক্টোবর ( গান্ধী জয়ন্তী ) |
41 | সময় মানমন্ডল | GMT+5:30 |
সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের রাজধানীর নাম কি ?
Ans: নিউ দিল্লী
2. ভারতের আয়তন কত?
Ans: 32,87,263 বর্গকিমি
3. ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি ?
Ans: কাঞ্চনজঙ্ঘা
4. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?
Ans: উত্তরপ্রদেশ
5. ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি ?
Ans: সিকিম
6. ভারতের মোট স্বীকৃত ভাষা কয়টি ?
Ans: ভারতের 22 টি সাংবিধানিক স্বীকৃত
7. ভারতের আন্তর্জাতিক সীমানা কত ?
Ans: 7,516.6 কিমি
8. ভারতের মোট জনসংখ্যা কত ?
Ans: 140.76 কোটি (২০২১)
9. ভারতের জনঘনত্ব কত ?
Ans: 382 জন / বর্গকিমি।
10. ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি ?
Ans: বিহার
11. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটি ?
Ans: অরুণাচল প্রদেশ (17 জন / বর্গকিমি)
12. ভারতের সাক্ষরতার হার কত ?
Ans: 74.04 %
13. ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি ?
Ans: কেরালা রাজ্য (93.91 শতাংশ)
14. ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য কোনটি ?
Ans: বিহার (63.82 শতাংশ)
15. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ?
Ans: 9টি
16. ভারতের জাতীয় গান কি ?
Ans: বন্দেমাতরম
17. ভারতের জাতীয় সঙ্গীত কি ?
Ans: জন গন মন
18. ভারতের জাতীয় খেলা কি ?
Ans: হকি
19. ভারতের জাতীয় পাখি কি ?
Ans: ময়ূর
20. ভারতের জাতীয় পশু কি ?
Ans: বাঘ
21. ভারতের জাতীয় ফুল কি ?
Ans: পদ্ম
22. ভারতের জাতীয় নদী কি ?
Ans: গঙ্গা
23. ভারতের জাতীয় ফল কি ?
Ans: আম
24. ভারতের জাতীয় নদী কি ?
Ans: গঙ্গা
25. ভারতের জাতীয় ঐতিহ্যশালী পশু কি ?
Ans: হাতি
See Also:
> ভারতের প্রধানমন্ত্রী তালিকা PDF
> ভারতের অভয়ারণ্য তালিকা PDF
> ভারতের রাষ্ট্রপতির তালিকা PDF
> ভারতের উপরাষ্ট্রপতির তালিকা PDF
>ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
>রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
File Details:
PDF Name: এক নজরে ভারত PDF (India At A Glance PDF)
Language: Bengali
Size: 60 KB
No. of Pages: 03
Download Link: Click Here To Download