ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য: মৌলিক কর্তব্য ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। যখন ভারতের সংবিধান কার্যকর হয় সেই সময় মৌলিক কর্তব্যের বিষয়টি সংবিধানে ছিল না। কিন্তু ১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তভুক্তির মূল উদ্দেশ্যে অসাংবিধানিক কর্মকান্ড থেকে ভারতীয় নাগরিকদের দূরে রাখা। ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল ১০ টি, ২০০২ সালে ৮৬ তম সংবিধান সংশোধনীর দ্বারা আরো একটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ১১টি।
ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য গুলি হল:
১. সংবিধানকে মেনে চলতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা করতে হবে
২. যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত করে করেছিল সেগুলি অনুসরণ করতে হবে।
৩. দেশের সার্ভভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও রক্ষা করতে হবে।
৪. ভাষা, ধর্ম ও অঞ্চলের উর্দ্ধে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে, এবং নারী জাতির মর্যাদাহানিকর সমস্ত প্রথার বিলুপ্তি ঘটাতে হবে।
৫. প্রয়োজনে দেশরক্ষা ও জাতীয় সেবাকার্যের জন্য এগিয়ে যেতে হবে।
৬. আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
৭. বন্যভূমি,যদি ও বন্যপ্রাণীসহ পরিবেশ সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
৮. জাতীয় সম্পত্তি রক্ষা করতে হবে ও হিংসার পথ থেকে সরে দূরে থাকতে হবে।
৯. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে।
১০. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতি সাধনের জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।
১১. ৬ থেকে ১৪ বছরের প্রত্যেক শিশুদের জন্য শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর:
১. বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্যের সংখ্যা কত ?
a. ৮
b. ৬
c. ১০
d. ১১
Ans: d
২.ভারতের সার্ভভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও রক্ষা হল –
a. একটি রাষ্ট্র পরিচালনার নিদেশমূলক নীতি
b. একটি সংসদীয় আইন
c. একটি মৌলিক কর্তব্য
d. সুপ্রিমকোর্টের নির্দেশ
Ans: c
৩. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে “মৌলিক কর্তব্য” এর ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তৰ্ভুক্ত করা হয়েছে ?
a. ৪০ তম
b. ৪১ তম
c. ৪২ তম
d. ৪৩ তম
Ans: c
৪. কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তৰ্ভুক্ত হয় ?
a. ১৯৭৬
b. ১৯৭৮
c. ১৯৮০
d. ১৯৮২
Ans: a
৫. ১১ তম মৌলিক কর্তব্যটি কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তৰ্ভুক্ত করা হয়?
a. ৮৬ তম
b.৪২ তম
c.৪৪ তম
d.৭৪ তম
Ans: a
৬. সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণটি অন্তভুক্তির প্রধান কারণ :
a. মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করা
b. অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা
c. শাসন বিভাগের বর্ধিত ক্ষমতা সংযত করা
d.মৌলিক অধিকারকে অর্থবহ করা
Ans: b
৭. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
a. সোভিয়েত রাশিয়া
b. আইরিশ রিপাবলিক
c. জার্মানি
d. সুইডেন
Ans: a
৮. কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তভুক্তি হয়?
a. স্মরণ সিং কমিটি
b. অশোক মাহাতো কমিটি
c. বলরাম জাখোর কমিটি
d. সরকারিয়া কমিশন
Ans: a
৯. ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে ?
a. তৃতীয়
b. চতুর্থ
c. পঞ্চম
d. ষষ্ঠ
Ans: c
১০. ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?
a. ৫১ (a)
b. ৫১
c. ৫০
d. ৫২
Ans: a
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।