ভারতের সংবিধানের উৎস: পৃথিবীর বহু দেশের সংবিধান থেকেই ভারতের রচয়িতারা উপাদান সংগ্রহ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে কিছু দেশের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি আবার কতগুলি ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও আয়ারল্যান্ডের শাসন ব্যাবস্থাকে অনুসন করা হয়েছে। তবে গ্রেড ব্রিটেনের শাসন ব্যাবস্থা ও পার্লামেন্ট হলো ভারতেr সংবিধানের প্রধান উৎস
ভারতের সংবিধানের বিভিন্ন বিষয় যেমন সংসদীয় শাসন ব্যাবস্থা , আইনের শাসন , আইন প্রণয়ণ পদ্ধতি , একক নাগরিত্বের ধারণা ও পাবলিক একাউন্টস কমিটি উক্ত বিষয়গুলি গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছিল।
Table Of Contents
ভারতের সংবিধানের বিভিন্ন বিষয় যে সব দেশ থেকে অনুকরণ করা হয়েছিল :
গ্রেট ব্রিটেন:
সংসদীয় শাসন ব্যাবস্থা , আইনের শাসন , আইন প্রণয়ণ পদ্ধতি , একক নাগরিত্বের ধারণা ও পাবলিক একাউন্টস কমিটি
মার্কিন যুক্তরাষ্ট্র:
প্রস্তাবনা , মালিক অধিকার , বিচার ব্যাবস্থার স্বাধীনতা , বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি
আয়ারল্যান্ড:
রাষ্ট্রের নির্দেশাত্মক, রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি ও সংসদের উচ্চকক্ষে একটি নির্দিষ্ট আসনে রাষ্ট্রপতি কর্তৃক সাংসদ মনোনয়ন
দক্ষিণ আফ্রিকা:
সংবিধান সংশোধনের পদ্ধতি
জার্মানি:
জরুরি অবস্থা
কানাডা:
শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা ও কেন্দ্র- রাজ্য ক্ষমতার বিভাজন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রর হাতে অর্পণ।
সুইডেন:
লোকপাল
সোভিয়েত রাশিয়া:
মৌলিক দায়িত্ব
জাপান:
সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী
ভারতের সংবিধানের উৎস সংক্রান্ত প্রশ্ন উত্তর:
১. ভারতের সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
a. গ্রেট ব্রিটেন
b. মার্কিন যুক্তরাষ্ট্র
c. আয়ারল্যান্ড
d. রাশিয়া
Ans: a
২. ভারতের সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
a. গ্রেট ব্রিটেন
b. সুইডেন
c. জার্মানি
d. দক্ষিণ আফ্রিকা
Ans: c
৩. নিম্নে লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
a. আমেরিকার সংবিধান
b. ফরাসী সংবিধান
c. ভারতীয় সংবিধান
d. ব্রিটিশ সংবিধান
Ans: d
৪. ভারতের সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
a. মার্কিন যুক্তরাষ্ট্র
b. সুইডেন
c. জার্মানি
d. দক্ষিণ আফ্রিকা
Ans: a
৫. ভারতীয় সংবিধান এ বর্ণিত ৩৬৮ নং ধারা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
a. আমেরিকার সংবিধান
b. সুইডেন
c. জার্মানি
d. দক্ষিণ আফ্রিকা
Ans: d
৬. কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ?
a. কানাডা
b. গ্রেট ব্রিটেন
c. সুইডেন
d. মার্কিন যুক্তরাষ্ট্র
Ans: d
৭ . ভারতীয় সংবিধান এ বর্ণিত ” বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ” কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
a. ফ্রান্স
b. গ্রেট ব্রিটেন
c. সুইডেন
d. মার্কিন যুক্তরাষ্ট্র
Ans: d
৮. শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থার প্রশাসনিক কাঠামো – কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে?
a. কানাডা
b. গ্রেট ব্রিটেন
c. সুইডেন
d. মার্কিন যুক্তরাষ্ট্র
Ans: a
৯. মৌলিক অধিকারের ধারণা কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে?
a. কানাডা
b. মার্কিন যুক্তরাষ্ট্র
c. মার্কিন যুক্তরাষ্ট্র
d. সুইডেন
Ans: b
১০. ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
a. সোভিয়েত রাশিয়া
b. আইরিশ রিপাবলিক
c. জার্মানি
d. সুইডেন
Ans: a
১১. ভারতের সাংবিধান সংশোধন পদ্বতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
a. দক্ষিণ আফ্রিকা
b. কানাডা
c. সুইজারল্যান্ড
d. গ্রেট ব্রিটেন
Ans: a
১২. ভারতের সাংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
a. গ্রেট ব্রিটেন
b. মার্কিন যুক্তরাষ্ট্র
c. কানাডা
d. সুইডেন
Ans: a
১৩ . ভারতের সাংবিধানে বর্ণিত নির্দেশাত্মক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
a. আয়ারল্যান্ডের সংবিধান
b. কানাডার সংবিধান
c. সোভিয়েত রাশিয়ার সাংবিধান
d. সুইজারল্যান্ডের সংবিধান
Ans: a
১৪. ভারতের সাংবিধানে বর্ণিত পার্লামেন্টারী শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
a. ফ্রান্স
b. ব্রিটেন
c. কানাডা
d. সুইডেন
Ans: b
১৫. ভারতের সাংবিধান নিম্নলিখিত আইনকে মডেল করে গড়ে উঠেছে ?
a. ভারত শাসন আইন, ১৯৪৮
b. ভারত শাসন আইন, ১৯১৯
c. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯
d. ভারত শাসন আইন, ১৯৩৫
Ans: d
১৬. ভারতের সংবিধানের বর্ণিত জনস্বার্থ মামলার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
a. গ্রেট ব্রিটেন
b. মার্কিন যুক্তরাষ্ট্র
c. কানাডা
d. আয়ারল্যান্ড
Ans: a
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।