ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 01: আজকে আমার আলোচনা করবো ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে।ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই পোস্টটি প্রস্তুত করা হল। আশা করি এই পোস্ট গুলি আপনাদের ভালো লাগবে।
ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 01
1. চাপের SI একক কি ?
a. Pa
b. Nm
c. torr
d. bar
Ans: a
2. পাস্কাল কি ?
a. 1dyn/cm²
b. 1dyn/cm³
c. 1N/m²
d. 1N/m³
Ans: c
3. 1pascal = কত dyn/cm² ?
a. 1
b. 10
c. 100
d. 1000
Ans: b
4. আবদ্ধ স্থানে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
a. ম্যানোমিটার
b. ব্যারোমিটার
c. ওডোমিটার
d. কোনোটিই নয়
Ans: a
5. বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি?
a. ওডোমিটার
b. মনোমিটার
c. ব্যারোমিটার
d. কোনোটিই নয়
Ans: b
6. 76cm পারদস্তম্ভের চাপ সমান
a. 1atm
b. 1pa
c. 1torr
d. 1bar
Ans: a
7. কোন যন্ত্রটি চাপ গেজ নামে পরিচিত ?
a. স্পিগনোমনোমিটার
b. ম্যানোমিটার
c. ব্যারোমিটার
d. ওডোমিটার
Ans: c
8. আবদ্ধ গ্যাসের চাপ, বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে কোন যন্ত্র চাপ নির্ণয়ে ব্যাবহৃত হয় ?
a. বদ্ধমুখ ম্যানমিটার
b. খোলামুখ ম্যানমিটার
c. ব্যারোমিটার
d. কোনোটিই নয়
Ans: a
9. বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুলার পাম্প কে নির্মাণ করে ?
a. রবার্ট হেনরি
b. রবার্ট বয়েল
c. রবার্ট স্পেনসার
d. রবার্ট হুক
Ans: d
10. অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে কে সম্পর্ক নির্ণয় করেন ?
a. চার্লস
b. রবার্ট বয়েল
c. রবার্ট স্পেনসার
d. রবার্ট হুক
Ans: b
11. স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্কযুক্ত সুত্র কোনটি ?
a. চার্লসের সূত্র
b. নিউটনের সূত্ৰ
c. অ্যাভোগাড্রোর সূত্র
d. বয়েলের সূত্ৰ
Ans: d
12. উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের ধ্রুবক। এটি হল –
a. চাপের সূত্র
b. গেলুসাকের সূত্র
c. বয়েলের সূত্র
d. চার্লসের সূত্র
Ans: c
13. উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্বি করলে ওর আয়তন –
a. হ্রাস পায়
b. বৃদ্বি পায়
c. কখন বৃদ্ধি পায়, কখন হ্রাস পায়
d. একই থাকে
Ans: a
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।