বায়ুমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ – 02

Rate this post

atmosphere-important-questions-and-answers-2

বায়ুমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: আজকে আমরা আলোচনা করবো বায়ুমণ্ডল সম্পকিত প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষাতে কমন পেতে সাহায্য করবে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

বায়ুমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ – 02

1. বায়ুমণ্ডলের ওজোনস্তরের ঘনত্ব পরিমাপক একককে এর নাম কি ?
a. ডেসিবেল
b. ডাইন
c. হার্জ
d. ডবসান
Ans: d

2. সাধারণভাবে ওজোনস্তর কে গঠিত হয় –
a. CFC এর সাথে O2  এর ক্রিয়ায়
b. UV রশ্মির সাথে O2  ক্রিয়ায়
c. IR রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়
d. অক্সিজেন ও জলীয়বাষ্পের ক্রিয়ায়
Ans: b

3. নিচের কোনটি ওজোনস্তরকে ক্ষয় করে না –
a. NO
b. N20
c. CO2
d. CFC
Ans: c

4. সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের কোন ওজোনস্তরে  ব্যাপক ক্ষতি করে ?
a. NO2
b. N20
c. N0
d. N204
Ans: b

5. ওজোনাস্ফিয়ারের ওজনের গাঢ়ত্ব কত?
a. 10ppm
b. 20ppm
c. 30ppm
d. 40ppm
Ans: a

6. ওজন হোল শব্দটি প্রথম কে ব্যবহার করে ?
a. ফোরম্যান
b. ফায়ারম্যান
c. ফেডারমান
d. কোনোটিই নয়
Ans: a

7. কোন অঞ্চলে ওজোনস্তরের ক্ষয় বেশি হয় ?
a. আন্টার্টিকা
b. অস্ট্রেলিয়া
c. গ্রীনল্যাণ্ড
d. এশিয়া
Ans: a

8. আন্টার্টিকা অঞ্চলে কোন মাসে ওজোনস্তরে সবচেয়ে বেশি ক্ষয় হয় ?
a. মার্চ-অগাস্ট
b. এপ্রিল-জুন
c. সেপ্টেম্বর- নভেম্বর
d. জানুয়ারী-মার্চ
Ans: c

9. বায়ুমণ্ডলের ওজোনস্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে ?
a. নাইট্রাস অক্সসাইট
b. মিথেন
c. CFC
d. হ্যালোন
Ans: a

10. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কোনটি?
a. ওজোনস্তর
b. অক্সিজেন স্তর
c. অর্গান
d. নাইট্রোজেন
Ans: a

11. আন্টার্টিকা ওজোন স্তর ক্ষয়কারী যৌগের নাম কি ?
a. PAN
b. SO2 ও SO3
c. ক্লোরিন নাইট্রেট
d. কোনোটিই নয়
Ans: c

12. পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ?
a. নিরক্ষীয় অঞ্চলে
b. সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
c. মেরু অঞ্চলে
d. কোনোটিই নয়
Ans: c

13. হিমায়ক যন্ত্রে কোন ওজোন স্তর বিনাশকারী গ্যাস বর্তমান ?
a. N20
b. CFC
c. CCI4
d. NO
Ans: b


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top