প্রচলিত ও অপ্রচলিত শক্তি MCQ প্রশ্ন উত্তর: আজকে আমরা আলোচনা করবো প্রচলিত ও অপ্রচলিত শক্তি MCQ প্রশ্ন উত্তর। এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষাতে কমন পেতে সাহায্য করবে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
প্রচলিত ও অপ্রচলিত শক্তি MCQ প্রশ্ন উত্তর
1. একটি জীবাশ্ম জ্বালানি হলো –
a. কয়লা
b গোবর
c. জল
d. ইউরেনিয়াম
Ans: a
2. একটি অপ্রচলিত শক্তির উৎস হল –
a. LPG
b. বায়োগ্যাস
c. ডিজেল
d. ওয়াটার গ্যাস
Ans: b
3. জ্বালানির ক্যালোরিফিক মান হবে প্রয়োজনীয় জ্বালানির পরিমান হবে তত –
a. বেশি
b. কম
c. বলা যায় না
d. কোনটি নয়
Ans: b
4. কোন জীবাশ্ম জ্বালানির তাপনমূল্য বেশি ?
a. কয়লা
b. ডিজেল
c. প্রাকৃতিক গ্যাস
d. রান্নার গ্যাস
Ans: d
5. কয়লার তাপন মূল্যের মান কত ?
a. 25-30 kj/g
b. 25-30 kj/kg
c. 25 j/g
d. 30 j/g
Ans: a
6. নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল –
a. রান্নার গ্যাস
b. জ্বালানি কাঠ
c. প্রাকৃতিক গ্যাস
d. কয়লা
Ans: b
7. অনবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল –
a. অ্যালকোহল
b. হাইট্রোজেন গ্যাস
c. বায়োগ্যাস
d. পেট্রল
Ans: d
8. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
a. মিথেন
b. ইথেন
c. প্রোপেন
d. কোনটি নয়
Ans: a
9. বায়ুর নূন্যতম গতিবেগ কত হলে বায়ুকলের সাহায্যে তড়িৎশক্তি উৎপাদন করা যায় ?
a. 15km/h
b. 25km/h
c. 35km/h
d. 45km/h
Ans: a
10. সৌর প্যানেলের আয়ু কত বছর ?
a. 20-25 বছর
b. 15-20 বছর
c. 10-15 বছর
d. 5-10 বছর
Ans: c
11.বায়োফুয়েলের একটি উদাহরণ দাও
a. কয়লা
b. পেট্রল
c. ডিজেল
d. গোবর
Ans: d
12. কালোফিরিকের সর্বোচ্চ ম্যান কত ?
a. H2
b. CH4
c. LPG
d. বায়োগ্যাস
Ans: a
13. বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় কোন দেশে ?
a. জার্মানি
b. ভারত
c. ডেনমার্ক
d. USA
Ans: a
14. নিচের কোনটি তুলনামূলকভাবে বেশি পরিবেশ বান্ধব –
a. ডিজেল
b. কয়লা
c. চারকোল
d. কাঠ
Ans: c
15. মিথানোজনিক ব্যাকটেরিয়ায় বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উপন্ন হয় তা হল –
a. CO2
b. CH4
c. O2
d. C2H6
Ans: b
16. মিথানোজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হল –
a. মিথানোকক্কাস
b. মিথানোব্যাকটেরিয়াম
c. aও b উভয়ই
d. কোনোটিই নয়
Ans: c
17. মিথেন হাইড্রেটের সংকেত কি ?
a. CH3H2O
b. 4CH323H2O
c. CH3OH
d. 4CH423H2O
Ans: d
18. জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটি সবচেয়ে কম দূষণ ঘটায়?
a. ডিজেল
b. কয়লা
c. কেরোসিন
d. প্রাকৃতিক গ্যাস
Ans: d
19. ফায়ার আইস হল –
a. CO2
b. মিথেন
c. মিথেন হাইড্রেট
d. মিথানল
Ans: d
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।