সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 08: আজকে আমরা আলোচনা করবো, সাধারণ জ্ঞানের (General Knowlage) ২৫ টি প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসকারি পরীক্ষাতে কমন পেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 08
1. কেইল খাল কার কার সাথে যুক্ত ?
a. ভূমধ্যসাগর ও কালোসাগর
b. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
c. উত্তর সাগর ও বাল্টিক সাগর
d. ভূমধ্যসাগর ও লালসাগর
Ans: c
2. রাজিয়া সুলতান কার মেয়ে ছিল ?
a. ইলতুৎমিস
b. নাসিরুদ্দিন মহম্মদ
c. কুতুব উদ্দিন আইবক
d. রুকউদ্দিন
Ans: a
3. অক্ষর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান ?
a. জুডো
b. কবাডি
c. শুটিং
d. গল্ফ
Ans: a
4. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
a. আসাম
b. সিকিম
c. মধ্যপ্রদেশ
d. ঝাড়খন্ড
Ans: d
5. India’s Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?
a. সত্যজিৎ রায়
b. সিমি গারেওয়াল
c. মিরা নেয়ার
d. শ্যাম বেনেগাল
Ans: b
6. “Dawn Under The Dome” শিরোনামে ই-বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর ?
a. হরিয়ানা
b. কেরালা
c. মহারাষ্ট্র
d. গুজরাট
Ans : c
7. কোন নদীর সবচেয়ে বড় নিকাশী ব্যবস্থা আছে ?
a. আমাজন
b. নীল
c. মিসিসিপি
d. কঙ্গো
Ans: a
8. ২০২১ সালের মে মাসে Asian Boxing Championship কোন দেশ হোস্ট করেছে ?
a. ভারত
b. শ্রীলঙ্কা
c. বাংলাদেশ
d. মালয়েশিয়া
Ans: a
9. যানবাহনের থেকে থেকে নির্গত কোনটি ক্ষতিকারক ?
a. সিসা
b. পারদ
c. ক্যাডমিয়াম
d. তামা
Ans: a
10. বৈদুতিক বাল্বের ভেতর কি থাকে ?
a. হাইড্রোজেন গ্যাস
b. কার্বন ডাই অক্সসাইড গ্যাস
c. নাইট্রোজেন গ্যাস
d. অ্যামোনিয়া গ্যাস
Ans: c
11. BOD এর পুরো কথাটি কি ?
a. Biological Oxygen Demand
b. Biooxyzen Opposition Decleare
c. Biological Oxygen Deficity
d. Best Oxygen Deparment
Ans: a
12. “বিশ্ব ডায়াবিটিস দিবস” কবে পালিত হয় ?
a. ১৪ সেপ্টেম্বর
b. ১৪ অক্টোবর
c. ১৪ নভেম্বর
d. ১৪ ডিসেম্বর
Ans: c
13. ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ?
a. উত্তরপ্রদেশ
b. পশ্চিমবঙ্গ
c. দিল্লী
d. তামিলনাড়ু
Ans: a
14. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ?
a. ১৯০৩ সালে
b. ১৯০৫ সালে
c. ১৯০৭ সালে
d. ১৯০৯ সালে
Ans: b
15. প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে ?
a. পরিচলন
b. বিকিরণ
c. কৈশিক ক্রিয়ায়
d. কোনোটিই নয়
Ans: c
16. “বিশ্ব অরণ্য দিবস” কবে পালন করা হয় ?
a. ২১ শে মার্চ
b. ২২ শে মার্চ
c. ১৩ শে মার্চ
d. ২১ সে জুন
Ans: a
17. World Happiness Report 2021 তে ভারতের স্থান কোথায় ?
a. ১৪০
b. ১৪৯
c. ১৩৯
d. ১৩১
Ans: c
18. মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন ?
a. মিতালি রাজ
b. হারমানপ্রীতি কাউর
c. মানসী জোশী
d. কোনোটিই নয়
Ans: a
19. প্রথম কোন দেশে ইউরোপের প্রথম শিল্প বিপ্লব ঘটে ?
a. ফ্রান্স
b. জার্মানি
c. ইতালি
d. ব্রিটেন
Ans: d
20. প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য কে নোমিনেটেড হয়েছিল ?
a. রিজ আহমেদ
b. ইমরান মালিক
c. পারভেজ আলাম
d. নাভিদ রেজওয়ান
Ans: a
21. Awaam Ki Baat নাম রেডিও প্রোগাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ?
a. লাদাখ
b. জম্মু-কাশ্মীর
c. পুদুচেরি
d. আন্দবান ও নিকোবর
Ans: b
22. আইন আমন্য আন্দোলন কবে চালু হয় ?
a. ১৯২৫ খ্রিস্টাব্দ
b. ১১৯৩০ খ্রিস্টাব্দ
c. ১৯৩৫ খ্রিস্টাব্দ
d. ১৯৪০ খ্রিস্টাব্দ
Ans: b
23. রসায়নের জনক কাকে বলা হয় ?
a. নিউটন
b. মাদাম কুরি
c. রবার্ট রয়েল
d. ডারউইন
Ans: a
24. বিশ্বের বৃহৎত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে ?
a. বাংলাদেশ
b. ভারত
c. সিঙ্গাপুর
d. মালদ্বীপ
Ans: c
25. কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয় ?
a. ১৯৭১ সালে
b. ১৯৭৩ সালে
c. ১৯৭৫ সালে
d. ১৯৭৭ সালে
Ans: b
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।