ভারতীয় রেল দপ্তরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ২৫,০০০ টাকা

টেলিগ্রামে যুক্ত হোন

south-east-central-railway-jr-technical-associate-recruitment-2023

ভারতীয় রেল দপ্তরে কর্মী নিয়োগ: সম্প্রতি, ভারতের দক্ষিণ পূর্ব মধ্য রেল দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল।

ভারতীয় রেল দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত প্রশ্ন উত্তর:

পদের নাম: জুনিয়র টেকনিক্যাল এসোসিয়েট (ওয়ার্কস)

মোট শূন্যপদ: ১৯ টি (UR- ১১ টি, EWS – ৫ টি, ST – ৩ টি)

বয়স সীমা: এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। SC / ST আবেদনকারীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন: ২৫,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপ্ত আবেদনকারীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র টেকনিক্যাল এসোসিয়েট (ড্রোয়িং)

মোট শূন্যপদ: ১০ টি। (UR- ৫ টি, EWS – ৪ টি, ST – ১ টি)

বয়স সীমা: এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। SC / ST আবেদনকারীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন: ২৭,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপ্ত আবেদনকারীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র টেকনিক্যাল এসোসিয়েট এসএনটি (ড্রোয়িং)

মোট শূন্যপদ: ৬ টি (UR- ৩ টি, SC – ১ টি, OBC – ২ টি)

বয়স সীমা: এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত আবেদনকারীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন: ৩০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / কমিউনিকেশন টেকনোলোজি / কম্পিউটার সাইন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত আবেদনকারীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। প্রথমে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটির নিম্নাংশে প্রদত্ত আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। যথাযথ ভাবে From টি Fill UP করার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদন ফি: SC/ ST/ OBC/ Women/ Minorities/ EWS প্রার্থীদের জন্য এককালীন ২৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin – 500025

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Share your love

Leave a Reply