AIIMS -এ বিপুল পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ৬৭,৭০০ টাকা

টেলিগ্রামে যুক্ত হোন

aiims-raipur-senior-resident-recruitment-2023

AIIMS -এ বিপুল পদে কর্মী নিয়োগ: সম্প্রতি রাইপুর AIIMS এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের পোস্টে, আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।

AIIMS -এ বিপুল পদে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ:

পদের নাম: Senior Resident

মোট শূন্যপদ: ১৬৯ টি (UR – ৫৭ টি, OBC – ৪৯ টি, SC – ৩৪ টি, ST – ১৩ টি, EWS – ১৬ টি)

মাসিক বেতন: ৬৭,৭০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডিগ্রী  MD / MS / DNB চাকরিপ্রার্থীরা এই পদের জন্য জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন। অনলাইন আবেদন করার লিংকটি প্রতিবেদনের নিচে দেওয়া আছে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি: General / OBC / EWS প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে। Women / SC / ST / PwBD / Ex-servicemen কোন আবেদন ফ্রি লাগবে না।

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই, ২০২৩

Official Notification: Download Now

Official Website: Apply Now

Share your love

Leave a Reply