এক নজরে সৌরজগৎ: আজকে আমরা আলোচনা করবো, এক নজরে সৌরজগৎ নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
সৌরজগৎ সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ সর্বপ্রথম সৌর জগৎ আবিষ্কার করেন কে?
উত্তরঃ কোপারনিকাস
প্রশ্নঃ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে তা আবিষ্কার করেন কে?
উত্তরঃ গ্যালিলিও
প্রশ্নঃ বর্তমানে সৌর জগতে প্রধান কয়টি গ্রহ রয়েছে ও কী কী?
উত্তরঃ ৮টি গ্রহ; যথা:- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
প্রশ্নঃ সৌর জগতে অবস্থিত কয়েকটি বামন গ্রহের নাম কী কী?
উত্তরঃ প্লুটো, ইরিস, সেরেস, মেকমেক, হাউমেয়া ইত্যাদি
প্রশ্নঃ সৌর জগতের কেন্দ্র কাকে ধরা হয়?
উত্তরঃ সূর্যকে
প্রশ্নঃ সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ
প্রশ্নঃ সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি?
উত্তরঃ নেপচুন
প্রশ্নঃ সৌর জগতের সবথেকে দ্রুতগামী গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ
প্রশ্নঃ কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম?
উত্তরঃ বুধ; মাত্র ৮৮ দিন
প্রশ্নঃ কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে বেশি?
উত্তরঃ নেপচুন; ১৬৪.৮ বছর
প্রশ্নঃ নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে মন্থর গতি সম্পন্ন গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র; ২৪৩ দিন লাগে একবার ঘুরতে
প্রশ্নঃ নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে দ্রুতগতি সম্পন্ন গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি; ১০ ঘন্টা সময় নেয় একবার ঘুরতে
প্রশ্নঃ সৌরজগতের সবথেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি?
উত্তরঃ ইউরেনাস
প্রশ্নঃ কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তরঃ পৃথিবীকে
প্রশ্নঃ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তরঃ ইউরেনাস
প্রশ্নঃ সৌরজগতে বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তরঃ গ্যানিমিড, এটি বৃহস্পতির উপগ্রহ
প্রশ্নঃ সৌরজগতে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
উত্তরঃ ডিমোস, এটি মঙ্গলের উপগ্রহ
প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উত্তরঃ চাঁদ
প্রশ্নঃ কোন গ্রহে সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে?
উত্তরঃ শুক্র গ্রহে
প্রশ্নঃ সাধারনত গ্রহ গুলি কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
উত্তরঃ পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে
প্রশ্নঃ একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে?
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ?
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ?
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তরঃ মঙ্গল
প্রশ্নঃ সৌর জগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র
প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি
প্রশ্নঃ সূর্য কত দিনে নিজের অক্ষের চারপাশে আবর্তন করে?
উত্তরঃ ২৭ দিন
প্রশ্নঃ নিজ অক্ষের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেন্ড
প্রশ্নঃ সূর্যকে প্রদক্ষিন করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট ১৬ সেকেন্ড
প্রশ্নঃ পৃথিবীকে একবার প্রদক্ষিন করতে চাঁদের কত সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট ৪১ সেকেন্ড
প্রশ্নঃ কোন গ্রহের বলয় লক্ষ্য করা যায়?
উত্তরঃ শনি
প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
উত্তরঃ বৃহস্পতি গ্রহ (Jupiter)
প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি
উত্তরঃ টাইটান
প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ
প্রশ্নঃ কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি?
উত্তরঃ পৃথিবী
প্রশ্নঃ কোন গ্রহের ঘনত্ব সবথেকে কম?
উত্তরঃ শনি
প্রশ্নঃ কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি?
উত্তরঃ বৃহস্পতি; উপগ্রহ সংখ্যা ৯৫টি (মার্চ ২০২৩ অনুযায়ী)
প্রশ্নঃ কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র
প্রশ্নঃ কোন গ্রহে আবহমন্ডল লক্ষ্য করা যায় না?
উত্তরঃ বুধ
প্রশ্নঃ সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তরঃ পক্সিমা সেন্টারাই
প্রশ্নঃ অন্তঃস্থ গ্রহ তালিকায় কারা পড়ে?
উত্তরঃ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীর দুরত্ব কত?
উত্তরঃ ১৪৯,৫৯৭,৮৭০ কিলোমিটার
প্রশ্নঃ সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়ো?
উত্তরঃ ১৩ লক্ষ গুণ
প্রশ্নঃ শনির বৃহত্তম উপগ্রহটির নাম কী?
উত্তরঃ টাইটান
প্রশ্নঃ নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহটির নাম কী?
উত্তরঃ ট্রাইটন
প্রশ্নঃ আমাদের সৌরজগত কোন ছায়াপথের অন্তর্গত?
উত্তরঃ আকাশ গঙ্গা বা মিল্কিওয়ে
এক নজরে সৌরজগৎ PDF
File Details:
PDF Name : এক নজরে সৌরজগৎ PDF
Language: Bengali
Size: 63KB
No. of Pages: 04
Download Link: Click Here To Download