ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা: ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এই পোস্টে টেবিলের মাধ্যমে ভারতের রাজ্য ও রাজধানীর সম্পূর্ণ তালিকা দেওয়া হবে। প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি, উৎসব, ভাষা, ইতিহাস, জনসংখ্যা ইত্যাদি রয়েছে।
Table Of Contents
ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা
ভারতে অবস্থিত রাজ্যগুলির তালিকা নীচের টেবিল – এ দেওয়া হলো –
রাজ্য | রাজধানী |
---|---|
আসাম | দিসপুর |
মেঘালয় | শিলং |
অরুণাচল প্রদেশ | ইটানগর |
নাগাল্যান্ড | কোহিমা |
মণিপুর | ইম্ফল |
মিজোরাম | আইজল |
ত্রিপুরা | আগরতলা |
মহারাষ্ট্র | মুম্বাই |
গুজরাট | গান্ধীনগর |
রাজস্থান | জয়পুর |
হরিয়ানা | চণ্ডীগড় |
পাঞ্জাব | চণ্ডীগড় |
উত্তরাখণ্ড | দেরাদুন |
উত্তরপ্রদেশ | লখনউ |
মধ্যপ্রদেশ | ভোপাল |
ছত্তিশগড় | রায়পুর |
ঝাড়খণ্ড | রাঁচি |
বিহার | পাটনা |
পশ্চিমবঙ্গ | কলকাতা |
ওড়িশা | ভুবনেশ্বর |
সিকিম | গ্যাংটক |
হিমাচল প্রদেশ | সিমলা |
কর্ণাটক | ব্যাঙ্গালোর |
তামিলনাড়ু | চেন্নাই |
অন্ধ্রপ্রদেশ | অমরাবতী |
তেলেঙ্গানা | হায়দ্রাবাদ |
কেরালা | ত্রিভান্দ্রম |
গোয়া | পানাজি |
কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানীর তালিকা
ভারতে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা নীচের টেবিল- এ দেওয়া হলো –
কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী |
---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্ট ব্লেয়ার |
চণ্ডীগড় | চণ্ডীগড় |
দিল্লি | নতুন দিল্লি |
জম্মু ও কাশ্মীর | শ্রীনগর |
লাদাখ | লেহ |
লাক্ষাদ্বীপ | কাভারত্তি |
পুদুচেরি | পুদুচেরি |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | দমন |
ভারতের রাজ্য এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন উত্তর :
প্রশ্ন : ভারতের কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
উত্তর : ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল
প্রশ্ন : আসামের রাজধানীর নাম কি?
উত্তর : দিসপুর।
প্রশ্ন : মেঘালয়ের রাজধানী কি?
উত্তর : শিলং।
প্রশ্ন : অরুণাচল প্রদেশের রাজধানী কি?
উত্তর : ইটানগর।
প্রশ্ন : নাগাল্যান্ডের রাজধানী কি?
উত্তর : কোহিমা।
প্রশ্ন : মণিপুরের রাজধানী কি?
উত্তর : ইম্ফল।
প্রশ্ন : মিজোরামের রাজধানী কি?
উত্তর : আইজল।
প্রশ্ন : ত্রিপুরার রাজধানী কি?
উত্তর : আগরতলা।
প্রশ্ন : কর্ণাটকের রাজধানী কি?
উত্তর : ব্যাঙ্গালোর।
প্রশ্ন : তামিলনাড়ুর রাজধানী কি?
উত্তর : চেন্নাই।
প্রশ্ন : অন্ধ্রপ্রদেশের রাজধানী কি?
উত্তর : অমরাবতী।
প্রশ্ন : তেলেঙ্গানার রাজধানী কি?
উত্তর : হায়দ্রাবাদ।
প্রশ্ন : কেরালার রাজধানী কি?
উত্তর : ত্রিভান্দ্রম।
প্রশ্ন : গোয়ার রাজধানী কি?
উত্তর : পানাজি।
প্রশ্ন : মহারাষ্ট্রের রাজধানী কি?
উত্তর : মুম্বাই।
প্রশ্ন : গুজরাটের রাজধানী কি?
উত্তর : গান্ধীনগর।
প্রশ্ন : রাজস্থানের রাজধানী কি?
উত্তর : জয়পুর।
প্রশ্ন : হরিয়ানার রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।
প্রশ্ন : পাঞ্জাবের রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।
প্রশ্ন : উত্তরাখণ্ডের রাজধানী কি?
উত্তর : দেরাদুন।
প্রশ্ন : উত্তরপ্রদেশের রাজধানী কি?
উত্তর : লখনউ।
প্রশ্ন : মধ্যপ্রদেশের রাজধানী কি?
উত্তর : ভোপাল।
প্রশ্ন : ছত্তিশগড়ের রাজধানী কি?
উত্তর : রায়পুর।
প্রশ্ন : ঝাড়খণ্ডের রাজধানী কি?
উত্তর : রাঁচি।
প্রশ্ন : বিহারের রাজধানী কি?
উত্তর : পাটনা।
প্রশ্ন : পশ্চিমবঙ্গের রাজধানী কি?
উত্তর : কলকাতা।
প্রশ্ন : ওড়িশার রাজধানী কি?
উত্তর : ভুবনেশ্বর।
প্রশ্ন : সিকিমের রাজধানী কি?
উত্তর : গ্যাংটক।
প্রশ্ন : হিমাচল প্রদেশের রাজধানী কি?
উত্তর : সিমলা।
প্রশ্ন : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি?
উত্তর : পোর্ট ব্লেয়ার।
প্রশ্ন : চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।
প্রশ্ন : দিল্লির রাজধানী কি?
উত্তর : নতুন দিল্লি।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীরের রাজধানী কি?
উত্তর : শ্রীনগর।
প্রশ্ন : লাদাখের রাজধানী কি?
উত্তর : লেহ।
প্রশ্ন : লাক্ষাদ্বীপের রাজধানী কি?
উত্তর : কাভারত্তি।
প্রশ্ন : পুদুচেরির রাজধানী কি?
উত্তর : পুদুচেরি।
ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা PDF
File Details:
PDF Name : List of States and Capitals of India
Language : Bengali
Size : 57 kb
No. of Pages : 03
Download Link : Click Here To Download