ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা | List of States and Capitals of India PDF Download

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-states-and-capitals-of-india

ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা: ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এই পোস্টে টেবিলের মাধ্যমে ভারতের রাজ্য ও রাজধানীর সম্পূর্ণ তালিকা দেওয়া হবে। প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি, উৎসব, ভাষা, ইতিহাস, জনসংখ্যা ইত্যাদি রয়েছে।

ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা

ভারতে অবস্থিত রাজ্যগুলির তালিকা নীচের টেবিল – এ দেওয়া হলো –

রাজ্য রাজধানী
আসাম দিসপুর
মেঘালয় শিলং
অরুণাচল প্রদেশ ইটানগর
নাগাল্যান্ড কোহিমা
মণিপুর ইম্ফল
মিজোরাম আইজল
ত্রিপুরা আগরতলা
মহারাষ্ট্র মুম্বাই
গুজরাট গান্ধীনগর
রাজস্থান জয়পুর
হরিয়ানা চণ্ডীগড়
পাঞ্জাব চণ্ডীগড়
উত্তরাখণ্ড দেরাদুন
উত্তরপ্রদেশ লখনউ
মধ্যপ্রদেশ ভোপাল
ছত্তিশগড় রায়পুর
ঝাড়খণ্ড রাঁচি
বিহার পাটনা
পশ্চিমবঙ্গ কলকাতা
ওড়িশা ভুবনেশ্বর
সিকিম গ্যাংটক
হিমাচল প্রদেশ সিমলা
কর্ণাটক ব্যাঙ্গালোর
তামিলনাড়ু চেন্নাই
অন্ধ্রপ্রদেশ অমরাবতী
তেলেঙ্গানা হায়দ্রাবাদ
কেরালা ত্রিভান্দ্রম
গোয়া পানাজি

কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানীর তালিকা

ভারতে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা নীচের টেবিল- এ দেওয়া হলো –

কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার
চণ্ডীগড় চণ্ডীগড়
দিল্লি নতুন দিল্লি
জম্মু ও কাশ্মীর শ্রীনগর
লাদাখ লেহ
লাক্ষাদ্বীপ কাভারত্তি
পুদুচেরি পুদুচেরি
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ দমন

ভারতের রাজ্য এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন উত্তর :

প্রশ্ন : ভারতের কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
উত্তর : ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল

প্রশ্ন : আসামের রাজধানীর নাম কি?
উত্তর : দিসপুর।

প্রশ্ন : মেঘালয়ের রাজধানী কি?
উত্তর : শিলং।

প্রশ্ন : অরুণাচল প্রদেশের রাজধানী কি?
উত্তর : ইটানগর।

প্রশ্ন : নাগাল্যান্ডের রাজধানী কি?
উত্তর : কোহিমা।

প্রশ্ন : মণিপুরের রাজধানী কি?
উত্তর : ইম্ফল।

প্রশ্ন : মিজোরামের রাজধানী কি?
উত্তর : আইজল।

প্রশ্ন : ত্রিপুরার রাজধানী কি?
উত্তর : আগরতলা।

প্রশ্ন : কর্ণাটকের রাজধানী কি?
উত্তর : ব্যাঙ্গালোর।

প্রশ্ন : তামিলনাড়ুর রাজধানী কি?
উত্তর : চেন্নাই।

প্রশ্ন : অন্ধ্রপ্রদেশের রাজধানী কি?
উত্তর : অমরাবতী।

প্রশ্ন : তেলেঙ্গানার রাজধানী কি?
উত্তর : হায়দ্রাবাদ।

প্রশ্ন : কেরালার রাজধানী কি?
উত্তর : ত্রিভান্দ্রম।

প্রশ্ন : গোয়ার রাজধানী কি?
উত্তর : পানাজি।

প্রশ্ন : মহারাষ্ট্রের রাজধানী কি?
উত্তর : মুম্বাই।

প্রশ্ন : গুজরাটের রাজধানী কি?
উত্তর : গান্ধীনগর।

প্রশ্ন : রাজস্থানের রাজধানী কি?
উত্তর : জয়পুর।

প্রশ্ন : হরিয়ানার রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।

প্রশ্ন : পাঞ্জাবের রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।

প্রশ্ন : উত্তরাখণ্ডের রাজধানী কি?
উত্তর : দেরাদুন।

প্রশ্ন : উত্তরপ্রদেশের রাজধানী কি?
উত্তর : লখনউ।

প্রশ্ন : মধ্যপ্রদেশের রাজধানী কি?
উত্তর : ভোপাল।

প্রশ্ন : ছত্তিশগড়ের রাজধানী কি?
উত্তর : রায়পুর।

প্রশ্ন : ঝাড়খণ্ডের রাজধানী কি?
উত্তর : রাঁচি।

প্রশ্ন : বিহারের রাজধানী কি?
উত্তর : পাটনা।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের রাজধানী কি?
উত্তর : কলকাতা।

প্রশ্ন : ওড়িশার রাজধানী কি?
উত্তর : ভুবনেশ্বর।

প্রশ্ন : সিকিমের রাজধানী কি?
উত্তর : গ্যাংটক।

প্রশ্ন : হিমাচল প্রদেশের রাজধানী কি?
উত্তর : সিমলা।

প্রশ্ন : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি?
উত্তর : পোর্ট ব্লেয়ার।

প্রশ্ন : চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কি?
উত্তর : চণ্ডীগড়।

প্রশ্ন : দিল্লির রাজধানী কি?
উত্তর : নতুন দিল্লি।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীরের রাজধানী কি?
উত্তর : শ্রীনগর।

প্রশ্ন : লাদাখের রাজধানী কি?
উত্তর : লেহ।

প্রশ্ন : লাক্ষাদ্বীপের রাজধানী কি?
উত্তর : কাভারত্তি।

প্রশ্ন : পুদুচেরির রাজধানী কি?
উত্তর : পুদুচেরি।

ভারতের রাজ্য এবং রাজধানীর তালিকা PDF

File Details:
PDF Name : List of States and Capitals of India
Language : Bengali
Size : 57 kb
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *