পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা: আজকে আমরা আলোচনা করবো, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
শহর | নদ/নদী |
---|---|
বাঁকুড়া | গন্ধেশ্বরী ও ধলকিশোর |
জলপাইগুড়ি | তিস্তা, করলা |
শিলিগুড়ি | মহানন্দা ও বালাসন |
আলিপুরদুয়ার | কালজানি |
কোচবিহার | তোর্সা |
দুর্গাপুর | দামোদর |
কাটোয়া | ভাগীরথী |
ইলামবাজার | অজয় |
কৃষ্ণনগর | জলঙ্গী |
বোলপুর | কোপাই |
কলকাতা | হুগলি |
হাওড়া | হুগলি |
হলদিয়া | হলদি |
মুর্শিদাবাদ | ভাগীরথী |
আসানসোল | দামোদর |
রানিগঞ্জ | দামোদর |
ইংরেজবাজার | মহানন্দা |
মালদা | মহানন্দা |
বর্ধমান | বাঁকা, দামোদর |
ঘাটাল | শিলাবতী |
সিউড়ি | ময়ুরাক্ষী |
কোলাঘাট | রূপনারায়ণ |
মেদিনীপুর | কংসাবতী |
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গন্ধেশ্বরী ও ধলকিশোর
প্রশ্নঃ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তিস্তা, করলা
প্রশ্নঃ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মহানন্দা ও বালাসন
প্রশ্নঃ আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কালজানি
প্রশ্নঃ কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তোর্সা
প্রশ্নঃ দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ দামোদর
প্রশ্নঃ কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভাগীরথী
প্রশ্নঃ ইলামবাজার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অজয়
প্রশ্নঃ কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ জলঙ্গী
প্রশ্নঃ বোলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কোপাই
প্রশ্নঃ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলি
প্রশ্নঃ হাওড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলি
প্রশ্নঃ হলদিয়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হলদি
প্রশ্নঃ মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভাগীরথী
প্রশ্নঃ আসানসোল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ দামোদর
প্রশ্নঃ রানিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ দামোদর
প্রশ্নঃ ইংরেজবাজার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ মালদা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বাঁকা, দামোদর
প্রশ্নঃ ঘাটাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ শিলাবতী
প্রশ্নঃ সিউড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ময়ুরাক্ষী
প্রশ্নঃ কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ রূপনারায়ণ
প্রশ্নঃ মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কংসাবতী
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF
File Details:
PDF Name :পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF
Language: Bengali
Size: 47KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download