বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মানের তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান
পদার্থ/দ্রবণ | pH মান |
---|---|
বিশুদ্ধ জল | ৭.০ |
বৃষ্টির জল | ৫.৬-৬.০ |
সমুদ্রের জল | ৭.৫-৮.৫ |
গ্যাস্ট্রিক রস | ১.০ |
লেবুর রস | ২.২-২.৪ |
আপেলের রস | ২.৯-৩.৩ |
বিয়ার | ৪.৫ |
মানুষের রক্ত | ৭.৩-৭.৫ |
মানুষের মূত্র | ৬.০ |
চোখের জল | ৪.৮-৭.৫ |
মানুষের লালারস | ৬.৫-৭.৫ |
উর্বর মৃত্তিকা | ৬.৫-৭.০ |
প্রশমিত মৃত্তিকা | ৭.০ |
ভিনিগার | ২.৯ |
টমেটো | ৪.০-৪.৫ |
গরুর দুধ | ৬.৪ |
চুন | ১.৮-২.০ |
ফলের জেলি | ২.৮-৩.৪ |
চা | ৫.৫ |
মাখন | ৬.১-৬.৪ |
ডিমের সাদা অংশ | ৭.৬-৮.০ |
চুন জল | ১২.০ |
কমলার শরবত | ৩.৭ |
বেকিং সোডা | ৮.৩ |
ব্যাটারির অ্যাসিড | ১.০ |
লন্ড্রির অ্যামোনিয়া | ১১.০ |
স্ট্রবেরী | ৩.০-৩.৫ |
কফি | ৫.০ |
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ বিশুদ্ধ জলে pH-এর মান কত?
উত্তরঃ ৭.০
প্রশ্নঃ বৃষ্টির জলে pH-এর মান কত?
উত্তরঃ ৫.৬-৬.০
প্রশ্নঃ সমুদ্রের জলে pH-এর মান কত?
উত্তরঃ ৭.৫-৮.৫
প্রশ্নঃ গ্যাস্ট্রিক রসে pH-এর মান কত?
উত্তরঃ ১.০
প্রশ্নঃ লেবুর রসে pH-এর মান কত?
উত্তরঃ ২.২-২.৪
প্রশ্নঃ আপেলের রসে pH-এর মান কত?
উত্তরঃ ২.৯-৩.৩
প্রশ্নঃ বিয়ারে pH-এর মান কত?
উত্তরঃ ৪.৫
প্রশ্নঃ মানুষের রক্তে pH-এর মান কত?
উত্তরঃ ৭.৩-৭.৫
প্রশ্নঃ মানুষের মূত্রে pH-এর মান কত?
উত্তরঃ ৬.০
প্রশ্নঃ চোখের জলে pH-এর মান কত?
উত্তরঃ ৪.৮-৭.৫
প্রশ্নঃ মানুষের লালারসে pH-এর মান কত?
উত্তরঃ ৬.৫-৭.৫
প্রশ্নঃ উর্বর মৃত্তিককায় pH-এর মান কত?
উত্তরঃ ৬.৫-৭.০
প্রশ্নঃ প্রশমিত মৃত্তিককায় pH-এর মান কত?
উত্তরঃ ৭.০
প্রশ্নঃ ভিনিগারে pH-এর মান কত?
উত্তরঃ ২.৯
প্রশ্নঃ টমেটোতে pH-এর মান কত?
উত্তরঃ ৪.০-৪.৫
প্রশ্নঃ গরুর দুধে pH-এর মান কত?
উত্তরঃ ৬.৪
প্রশ্নঃ চুনে pH-এর মান কত?
উত্তরঃ ১.৮-২.০
প্রশ্নঃ ফলের জেলিতে pH-এর মান কত?
উত্তরঃ ২.৮-৩.৪
প্রশ্নঃ চায়ে pH-এর মান কত?
উত্তরঃ ৫.৫
প্রশ্নঃ মাখনে pH-এর মান কত?
উত্তরঃ ৬.১-৬.৪
প্রশ্নঃ ডিমের সাদা অংশে pH-এর মান কত?
উত্তরঃ ৭.৬-৮.০
প্রশ্নঃ চুন জলে pH-এর মান কত?
উত্তরঃ ১২.০
প্রশ্নঃ কমলার শরবতে pH-এর মান কত?
উত্তরঃ ৩.৭
প্রশ্নঃ বেকিং সোডাতে pH-এর মান কত?
উত্তরঃ ৮.৩
প্রশ্নঃ ব্যাটারির অ্যাসিডে pH-এর মান কত?
উত্তরঃ ১.০
প্রশ্নঃ লন্ড্রির অ্যামোনিয়াতে pH-এর মান কত?
উত্তরঃ ১১.০
প্রশ্নঃ স্ট্রবেরীতে pH-এর মান কত?
উত্তরঃ ৩.০-৩.৫
প্রশ্নঃ কফিতে pH-এর মান কত?
উত্তরঃ ৫.০
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF
File Details:
PDF Name : বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF
Language: Bengali
Size: 51KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download