পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা: আজকে আমরা আলোচনা করবো, পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা
খনিজ | উত্পাদনকারী জেলা |
---|---|
কয়লা | পশ্চিম বর্ধমান, বীরভুম, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, দার্জিলিং |
আকরিক লোহা | পুরুলিয়া, বাঁকুড়া |
অভ্র বা মাইকা | পুরুলিয়া, বাঁকুড়া |
পাইরাইট | পুরুলিয়া |
তামা | জলপাইগুড়ি, দার্জিলিং, বর্ধমান, পুরুলিয়া, বীরভুম |
ম্যাঙ্গানিজ | পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান |
কায়নাইট | পুরুলিয়া |
অ্যাসবেসটস | পশ্চিম মেদিনীপুর |
ব্যারাইট | পুরুলিয়া |
বেস মেটাল | দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া |
গিরিমাটি | বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া |
টাইটেনিয়াম | পুরুলিয়া |
চীনা মাটি | বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর |
চুনাপাথর | পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং |
ডলোমাইট | জলপাইগুড়ি |
ফায়ার ক্লে | পশ্চিম বর্ধমান, বীরভুম |
অ্যাপেটাইট | পুরুলিয়া |
উলফ্রাম | বাঁকুড়া |
গ্রাফাইট | পুরুলিয়া, দার্জিলিং |
পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লা পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিম বর্ধমান, বীরভুম, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, দার্জিলিং
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় আকরিক লোহা পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র বা মাইকা পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় পাইরাইট পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় তামা পাওয়া যায় ?
উত্তরঃ জলপাইগুড়ি, দার্জিলিং, বর্ধমান, পুরুলিয়া, বীরভুম
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় কায়নাইট পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যাসবেসটস পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় ব্যারাইট পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় বেস মেটাল পাওয়া যায় ?
উত্তরঃ দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় গিরিমাটি পাওয়া যায় ?
উত্তরঃ বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় টাইটেনিয়াম পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় চীনা মাটি পাওয়া যায় ?
উত্তরঃ বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাওয়া যায় ?
উত্তরঃ জলপাইগুড়ি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় ফায়ার ক্লে পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিম বর্ধমান, বীরভুম
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যাপেটাইট পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় উলফ্রাম পাওয়া যায় ?
উত্তরঃ বাঁকুড়া
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রাফাইট পাওয়া যায় ?
উত্তরঃ পুরুলিয়া, দার্জিলিং
পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা PDF
File Details:
PDF Name :পশ্চিমবঙ্গের খনিজ উৎপাদনকারী জেলা তালিকা PDF
Language: Bengali
Size: 36KB
No. of Pages: 01
Download Link: Click Here To Download