জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 01: আজকে আমরা আলোচনা করবো জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে কমন পেতে সাহায্য করবে। Life Science থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 01
১. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
Ans: ৭২
২. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
Ans: অস্থিতে
৩. ধমনী শেষ হয় কোথায় ?
Ans: লসিকায়
৪. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
Ans: ২৪ টি
৫. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
Ans: ডিম্বাণু
৬. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
Ans: মেলানিন
৭. জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
Ans: অ্যালডোস্টেরন
৮. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
Ans: প্যারা থরমোন
৯. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
Ans: টেস্টোস্টেরন
১০. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
Ans: গ্লাইকোজেন রূপে
১১ .প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
Ans: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
১২. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
Ans: ক্ষুদ্রান্তে
১৩. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
Ans: অ্যাড্রনালিন
১৪. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
Ans: কার্বন
১৫. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
Ans: টিস্প্যানিক পর্দা
১৬. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
Ans: রেটিনা
১৭. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
Ans: ১ টি
১৮. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
Ans: থাইরক্সিন
১৯. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
Ans: পেপসিন
২০. মুত্র প্রস্তুত হয় কোথায় ?
Ans: কিডনীতে
২১. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
Ans: ১২৫ মিটার
২২. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
Ans: কিডনি
২৩. একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
Ans: ০.৪ সেকেন্ড
২৪ .মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
Ans: যকৃত
২৫. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
Ans: লেকরিমাল গ্রন্থি থেকে
২৬. ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
Ans: ইনসুলিন
২৭. পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
Ans: ডিওডেনাম
২৮ .অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
Ans: যকৃত এ
২৯. মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
Ans: হরমোন
৩০. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে ?
Ans: লাইসােজাইম।
৩১. কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে ?
Ans: হৃদপেশি
৩২. Fasciola পরজীবীটি কোথায় থাকে ?
Ans: যকৃতে
৩৩. বুক-গিল কোন প্রাণির শ্বাস অঙ্গ ?
Ans: চিংড়ি
৩৪. কোন গাছের পাতা জল সঞ্চয় করে ?
Ans: Dischidia
৩৫. কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞ্চয় কোথায় দেখা যায় ?
Ans: আলু
৩৬. কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে ?
Ans: ওল, কচু
৩৭. বহুযােজী মুলত্র আছে কোন গাছে ?
Ans: কেয়া
৩৮. কোন শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন নেই ?
Ans: 0
৩৯. মিথাইল কোবালামিন কী ?
Ans: সিউডােভিটামিন
৪০. কোন ভিটামিনের অভাবে ফিনােডামা হয় ?
Ans: ভিটামিন D
৪১. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরােধ করে ?
Ans: ইওসিনােফিল
৪২. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত ?
Ans: 150-250 mg/100 ml
৪৩. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয় ?
Ans: ফ্যাট
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।