জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 02: আজকে আমরা আলোচনা করবো জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে কমন পেতে সাহায্য করবে। Life Science থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
জীবন বিজ্ঞানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ – 02
১. গ্লাইকোলিসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি ?
Ans: গ্লুকোজের ফসফোরিলেশন
২. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত ?
Ans: 3টি
৩. মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC’র গড় সংখ্যা কত ?
Ans: 6,000
৪. বিছুটি পাতার দংশক রােম গঠনগতভাবে কী ?
Ans: বিশেষ ধরণের গ্রন্থিরােম
৫. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী ?
Ans: বুডিকোর্ট।
৬. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে ?
Ans: লিথােসিস্ট
৭. বিছুটি পাতার দংশক রােম গঠনগতভাবে কী ?
Ans: বিশেষ ধরণের গ্রন্থিরােম
৮. উদ্ভিদকলার কোন অংশের সঙ্গে পরিচক্রসম্পর্কযুক্ত ?
Ans: স্টিলি
৯. সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া ভাইরাস কোনটি ?
Ans: হারপিস
১০. বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালেওসায়েন্সেস কোথায় অবস্থিত ?
Ans: লখনৌয়ে
১১. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে ?
Ans: স্তম্ভকার
১২. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে ?
Ans: (-170 Degree C)
১৩. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন অঙ্গকে বলে ?
Ans: যকৃত
১৪. লােহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয় ?
Ans: পলিসাইথেমিয়া।
১৫. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রােগ ?
Ans: নীলব্যাধি বা সায়ানােসিস
১৬. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে ?
Ans: 200 বছর
১৭. থ্রম্বােপ্লাসটিন কোথা থেকে উৎপন্ন হয় ?
Ans: অনুচক্রিকা।
১৮. ব্লাড ব্যাঙ্কে কী ধরণের তঞ্চনরােধক ব্যবহৃত হয় ?
Ans: সােডিয়াম সাইট্রেট
১৯. কোন উদ্ভিদের চোষক মূল আছে ?
Ans: স্বর্ণলতা
২০. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে ?
Ans: বাবলা
২১. বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ ?
Ans: মাকড়শা
২২. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী ?
Ans: সমান্তরাল শিরাবিন্যাস
২৩. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয় ?
Ans: ল্যাক্টিক অ্যাসিড
২৪. পিত্তরসের উৎসস্থল কী ?
Ans: যকৃত
২৫. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে ?
Ans: 0.8 সেকেন্ড
২৬. মাছির লার্ভাকে কী বলে ?
Ans: ম্যাগট
২৭. ফুসফুসের আবরণকে কী বলে ?
Ans: প্লুরা
২৮. ফুসফুসের বায়ুথলিতে 02 -র পরিমাণ কত ?
Ans: 14.2%
২৯. উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী ?
Ans: বিজ্ঞানী স্যাকস
৩০. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না ?
Ans: রড ও কোণ কোশ
৩১. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ক’টি ?
Ans: 3টি
৩২. পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন কত ?
Ans: 250 গ্রাম
৩৩. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে ?
Ans: অস্থি পেশি
৩৪. ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের মতাে দেখতে হয় ?
Ans: 9 নং
৩৫. মটরগাছ কোন গােত্রের উদ্ভিদ ?
Ans: লেগুমিনােসি বা, শিম্বগােত্রীয়
৩৬. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাসটিড থাকে ?
Ans: ক্রোমােপ্লাসটিড
৩৭. সালােকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি ?
Ans: ক্লোরােফিল a
৩৮. জ্যান্থােফিলের সংকেত কী ?
Ans: C40H5602
৩৯. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ?
Ans: ডান অলিন্দ
৪০. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না ?
Ans: ক্যানাইন দাঁত
৪১. গরুর দুধে কোন ভিটামিন থাকে না ?
Ans: ভিটামিন-C
৪২. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী ?
Ans: সেরুমেন
৪৩. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানাে হয় ?
Ans: পিটুইটারি
৪৪. অক্সানােমিটার দিয়ে কী পরিমাপ করা হয় ?
Ans: উদ্ভিদ বৃদ্ধিহার
৪৫. ‘Rh’ ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায় ?
Ans: রেসাস বানর
৪৬. কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস- প্রশ্বাসের অসুবিধে হয় না ?
Ans: 12,000 ফুট
৪৭. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী ?
Ans: পারদ
৪৮. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে ?
Ans: পিডােজেনেসিস
৪৯. ঝিঝি পােকার লার্ভাকে কী বলে ?
Ans: গ্রাব
৫০. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের ?
Ans: ক্ষারীয়
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।