ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

indian-rebellions-revolts-and-its-leaders

ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিদ্রোহ ও আন্দোলন তালিকা

বিদ্রোহ সাল নেতাগণ
সন্ন্যাসী ও
ফকির বিদ্রোহ
১৭৬০-১৮০০ ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী
চুয়াড় বিদ্রোহ ১৭৬৯-৯৯ জগন্নাথ সিং, দুর্জন সিং, রানি শিরোমণি
রংপুর বিদ্রোহ ১৭৮৩ নুরুলুদ্দিন
পাইক বিদ্রোহ ১৮১৭-১৮ বিদ্যাধর মহাপাত্র
কোল বিদ্রোহ ১৮২০-৩৩ সুই মুন্ডা, কিন্দরাই মানকি, জোয়া ভগত
ওয়াহাবী আন্দোলন ১৮২২ তিতুমীর, সৈয়দ আহমেদ
সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫ সিধু, কানু, ভৈরব
সিপাহী বিদ্রোহ ১৮৫৭ মঙ্গল পান্ডে, তাঁতিয়া তোপী, নানা সাহেব, লক্ষ্মীবাঈ
নীল বিদ্রোহ ১৮৫৯-৬০ বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস
হোমরুল আন্দোলন ১৯১৬-১৭ অ্যানিবেসান্ত, বাল গঙ্গাধর তিলক
রাওলাট সত্যাগ্রহ ১৯১৯ মহাত্মা গান্ধী, সত্যপাল
খিলাফত আন্দোলন ১৯১৯-২২ মহাত্মা গান্ধী, শওকত আলি, লিয়াকত আলী
ফরাজী আন্দোলন ১৮০৪ দুদুমিয়া
অসহযোগ আন্দোলন ১৯২০-২২ গান্ধীজি
আইন অমান্য আন্দোলন ১৯৩০ গান্ধীজি
ভারত ছাড় আন্দোলন ১৯৪২ গান্ধীজি
নৌ বিদ্রোহ ১৯৪৬

ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৭৬০-১৮০০

প্রশ্নঃ চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৭৬৯-৯৯

প্রশ্নঃ রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৭৮৩

প্রশ্নঃ পাইক বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮১৭-১৮

প্রশ্নঃ কোল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮২০-৩৩

প্রশ্নঃ ওয়াহাবী আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৮২২

প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৫

প্রশ্নঃ সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭

প্রশ্নঃ নীল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৯-৬০

প্রশ্নঃ হোমরুল আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯১৬-১৭

প্রশ্নঃ রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৯১৯

প্রশ্নঃ খিলাফত আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯১৯-২২

প্রশ্নঃ ফরাজী আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৮০৪

প্রশ্নঃ অসহযোগ আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯২০-২২

প্রশ্নঃ আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৩০

প্রশ্নঃ ভারত ছাড় আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৪২

প্রশ্নঃ নৌ বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৪৬

প্রশ্নঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী

প্রশ্নঃ চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ জগন্নাথ সিং, দুর্জন সিং, রানি শিরোমণি

প্রশ্নঃ রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ নুরুলুদ্দিন

প্রশ্নঃ পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ বিদ্যাধর মহাপাত্র

প্রশ্নঃ কোল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ সুই মুন্ডা, কিন্দরাই মানকি, জোয়া ভগত

প্রশ্নঃ ওয়াহাবী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ তিতুমীর, সৈয়দ আহমেদ

প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ সিধু, কানু, ভৈরব

প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ মঙ্গল পান্ডে, তাঁতিয়া তোপী, নানা সাহেব, লক্ষ্মীবাঈ

প্রশ্নঃ নীল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস

প্রশ্নঃ হোমরুল বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ অ্যানিবেসান্ত, বাল গঙ্গাধর তিলক

প্রশ্নঃ রাওলাট সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী, সত্যপাল

প্রশ্নঃ খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী, শওকত আলি, লিয়াকত আলী

প্রশ্নঃ ফরাজী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ দুদুমিয়া

প্রশ্নঃ অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ গান্ধীজি

প্রশ্নঃ আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ গান্ধীজি

প্রশ্নঃ ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ গান্ধীজি



ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা PDF

File Details:
PDF Name: ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা PDF
Language: Bengali
Size: 46KB
No. of Pages: 01
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply