সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 01

Rate this post

general-knowledge-1

সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 01: আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ন General Knowledge সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত ও বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।


সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 01

1) ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয়ের নাম কী ?
(A) দাদাভাই নৌরজি
(B) রামমোহন রায়
(C) রমেশচন্দ্র দত্ত
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Ans: A

2) কোন ভাইসরয়কে তাঁর কার্যকাল চলাকালীন হত্যা করা হয়েছিল ?
(A) লর্ড রিপন
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড মেয়ো
(D) লর্ড ক্যানিং
Ans: C

3) মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত ও তার নাম কী ?
(A) তুর্কি, আইন-ই-জাহাঙ্গিরি
(B) পারসি, আইন-ই-জাহাঙ্গিরি
(C) তুর্কি, তুজুক-ই-জাহাঙ্গিরি
(D) পারসি, জাহাঙ্গিরনামা
Ans: তুর্কি, তুজুক-ই-জাহাঙ্গিরি

4) তিনটি গোলটেবিল বৈঠকেই কে উপস্থিত ছিলেন ?
(A) আম্বেদকর
(B) গান্ধীজী
(C) তিলক
(D) আনি বেসান্ত
Ans: A

5) মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে উদ্বুদ্ধ করেন ?
(A) থিওডোর বেক
(B) সৈয়দ আহমেদ খান
(C) ফজলুল হক
(D) মহম্মদ আলি জিন্না
Ans: B

6) কার অনুগামীদের ‘খোদা-ই-খিদমতগার’ বলা হয় ?
(A) মৌলানা আজাদ
(B) খান আব্দুল গফফর খাঁন
(C) সৈয়দ আহমেদ খান
(D) কোনটিই নয়
Ans: B

7) সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল ?
(A) লর্ড আরউইন
(B) লর্ড লিনলিথগো
(C) লর্ড ওয়েভেল
(D) লর্ড মাউন্টব্যাটেন
Ans: C

8) কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1780 সালে
(B) 1781 সালে
(C) 1782 সালে
(D) 1784 সালে
Ans: B

9) 1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
(A). করাচী
(B). সিন্ধু
(C). লাহোর
(D). পাটনা
Ans: C

10) কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুর্নঃপ্রবর্তন করেছিলেন?
(A).আকবর
(B).ওরঙজেব
(C). জাহাঙ্গীর
(D). হুমায়ুন
Ans: B

11) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
(A). নাগাল্যান্ড
(B). মণিপুর
(C). অসম
(D). অরুণাচল প্রদেশ
Ans: D

12) ভারতের কোন রাজ্যে কোনও পঞ্চায়েত নেই ?
(A). গোয়া
(B). সিকিম
(C). নাগাল্যান্ড
(D). অরুণাচলপ্রদেশ
Ans: C

13) ‘শাল হচ্ছে এক ধরনের —
(A). সরলবর্গীয় বৃক্ষ
(B). চির সবুজ বৃক্ষ
(C). ম্যানগ্রোভ
(D). পর্ণমোচী বৃক্ষ
Ans: D

14) সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?
(A). শ্রীহরিকোটা
(B). তারাপুর
(C). হায়দ্রাবাদ
(D). চাঁদিপুর
Ans: A

15) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
(A). হিমালয়
(B). ভারত মহাসাগর
(C). আন্টার্কটিকা
(D). আরবসাগর
Ans: C

16) পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি?
(A). ঝালদা
(B). মানবাজার
(C). মিরিক
(D). মীনাখাঁ
Ans: C

17) ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
(A). আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B). দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C). ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
(D). আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্
Ans: B

18) কোন জায়গাকে সাঁওতালরা ‘দামিন-ই-কোহ ‘ বলত ?
(A). ধলভুম
(B). পালামমৌ
(C). রাজমহল পাহাড়
(D). হাজারিবাগ
Ans: C

19) ” নালন্দা” — কথার অর্থ কী?
(A). বিশ্ববিদ্যালয়
(B). গৃহ
(C). বাগান
(D). জ্ঞান
Ans: D

20) কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
(A). রাজাগোপালাচারী
(B). শরৎ বসু
(C). মতিলাল নেহরু
(D). শ্যামাপ্রসাদ মুখার্জী
Ans: C

21) নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
(A). লোহিত মৃত্তিকা
(B). রেগুর মৃত্তিকা
(C). পলল মৃত্তিকা
(D). ল্যাটেরাইট মৃত্তিকা
Ans: B

22) ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
(A). হিমালয় পর্বত
(B). সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C). আরাবল্লী পর্বত
(D). শিবালিক পর্বত
Ans: C

23) AIDS / HIV ভাইরাস এক প্রকারের
(A). DNA ভাইরাস
(B). RNA ভাইরাস
(C). হয় DNA অথবা RNA ভাইরাস
(D). উভয় প্রকার, DNA এবং RNA ভাইরাস
Ans: B

24) পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—
(A). তরাই ও ডুয়ার্স
(B). বারেন্দ্রভূমি
(C). দিয়ারা
(D). বাগরী
Ans: A

24) হলদিয়া একটি —
(A). পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
(B). গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
(C). লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
(D). কারিগরি শিল্পকেন্দ্র
Ans: A

26) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
(A). তৃতীয়
(B). চতুর্থ
(C). পঞ্চম
(D). ষষ্ঠ
Ans: A

27) রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় —
(A). জাতীয় স্বার্থে
(B). সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে
(C). শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলক ভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
(D). সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে
Ans: A

28) নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি
(A). রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
(B). শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
(C). মৌলিক অধিকার
(D). উপরের কোনটিই নয়
Ans: A

29) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?
(A). রাজা রামমোহন
(B). এল.ভি. ডিরোজিও
(C). দেবেন্দ্রনাথ ঠাকুর
(D). ডেভিড হেয়ার
Ans: B

30) ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ?
(A). লর্ড ক্যানিং
(B). লর্ড ডালহৌসি
(C). লর্ড কার্জন
(D). লর্ড বেন্টিঙ্
Ans: D

31) প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে?
(A). 10
(B). 20
(C). 30
(D). 40
Ans: B

32) সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল ?
(A). লর্ড আরউইন
(B). লর্ড লিনলিথগো
(C). লর্ড ওয়েভেল
(D). লর্ড মাউন্টব্যাটেন
Ans: C

33) ভারতে যে ধরনের GST চালু হয়েছে তাকে বলা হয় ‘Dual GST’ কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে ভারত সরকার এটির প্রবর্তন করেছেন?
(A). UN
(B). USA
(C). France
(D). Canada
Ans: D

34) কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?
(A). ভিলাই
(B). দুর্গাপুর
(C). রাউরকেল্লা
(D). জামশেদপুর
Ans: B

35) স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল
(A). সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন
(B). কংগ্রেসের কর্মসূচী বর্জন
(C). আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
(D). চরম পন্থা অবলম্বন করা
Ans: C

36) ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উত্‍স হল—
(A). কূপ ও নলকূপ
(B). খাল
(c). জলাশয়
(D). সাগর ও মহাসাগর
Ans: B

37) টিপু সুলতানের রাজধানী ছিল ? —
(A). মহীশুর
(B). সেরেঙ্গাপট্টম
(C). শৃঙ্গেরী
(D). বেলুড়
Ans: B

38) তিব্বত মালভূমিতে ব্র‌‌হ্মপুত্র নদের নাম-
(A). দিহং
(B). দিবং
(C). লোহিত
(D). সাংপো
Ans: D

39) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার ‘ – কে বলেছিলেন ?
(A). বালগঙ্গাধর তিলক
(B). বিপিনচন্দ্র পাল
(C). লালা লাজপত রায়
(D). মহাত্মা গান্ধী
Ans: A

40) বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত-
(A). পদ্মা
(B). যমুনা
(C). বুড়িগঙ্গা
(D). জলঙ্গী
Ans: C

41) ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
(A). হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন‍্য
(B). জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
(C). চাষের জমিতে জল সরবরাহের জন্য
(D). উপরের কোনটিই নয়
Ans: A

42) সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—
(A). বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
(B). ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
(C). মাছ ধরে
(D). বাঁধ নির্মাণ করে
Ans: C

43) সারদা আইন পাস করা হয়
(A). নারী দের জন্য
(B). পুরুষ দের জন্য
(C). বিধবা দের জন্য
(D). বাল‍্যবিবাহ রোধ করার জন‍্য
Ans: D

44) “আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন”–কথাটি কে বলেছিলেন?
(A). আকবর
(B). হুমায়ুন
(C). শাহজাহান
(D). ঔরঙ্গজেব
Ans: D

45) প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন ?
(A). মাদাম কামা
(B). শ্যামজী কৃষ্ণাবর্মা
(C). লালা হরদয়াল
(D). ভূপেন দত্ত
Ans: A

46) সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
(A). 5 জন
(B). 7 জন
(C). 10 জন
(D). 11 জন
Ans: B

47) ‘Partition of Bengal is a settled fact’ -কে বলেছিলেন ?
(A). লর্ড কার্জন
(B). উইলিয়াম হান্টার
(C). লর্ড মিন্টো
(D). লর্ড বেন্টিঙ্
Ans: A

48) পঞ্চায়েতগুলি —
(A). কেবল কর ধার্য করতে পারে
(B). কোনো কর ধার্য করতে পারে না
(C). কেবল সরকারি অনুদান পায়
(D). কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে
Ans: D

49) দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?
(A). ইলতুৎমিস
(B). আলাউদ্দিন খিলজি
(C). মহম্মদ বিন তুঘলক
(D). ফিরোজ শাহ তুঘলক
Ans: D

50) ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?
(A). 1880
(B). 1883
(C). 1885
(D). উপরের কোনোটিই নয়
Ans: B


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top