IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ: সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI)-র পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শুন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ:
পদের নাম: Specialist Officer
মোট শূন্যপদ: ১৩৬ টি। (UR – ৫৫ টি, SC – ২২ টি, ST – ১০ টি, OBC – ৩৫ টি, EWS – ১৪ টি)
মাসিক বেতন: ৩৬,৯০০ টাকা – ১,১৬,৬০০ টাকা।
বয়সসীমা: নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যেক পদের জন্য বয়সসীমা উল্লেখ করা হয়েছে। এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। এছাড়াও, সরকারি নিয়মানুসারে, জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:এই পদগুলিতে আবেদন করার জন্য, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (IT)/ B.Tech/ B.E/ BCA/ MCA/ M.Sc/ MBA/ CA অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা, আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই পাবেন। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, সঠিক পরিচয়পত্র এবং অন্যান্য জরুরি কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি: General/ OBC/ EWS জাতিভুক্ত আবেদন প্রার্থীদের ১০০০/- টাকা এবং তপশীলি জাতিভুক্ত আবেদন প্রার্থীদের ২০০/- টাকা এককালীন আবেদন ফি জমা করতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking ও বিভিন্ন ওয়ালেটের -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্রটি ২০ জুন, ২০২৩ সাবমিট করতে হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here