বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক: আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক সম্পকিত প্রশ্ন নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, ICDS Supervisor, RRB NTPC তে কমন পেতে সাহায্য করবে। General Knowledge বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
বিভিন্ন বিষয়ের জনক তালিকা
বিষয় | জনক |
---|---|
বিজ্ঞানের জনক | থ্যালিস |
জীব বিজ্ঞানের জনক | এরিস্টটল |
প্রাণী বিজ্ঞানের জনক | এরিস্টটল |
রসায়ন বিজ্ঞানের জনক | জাবির ইবনে হাইয়ান |
পদার্থ বিজ্ঞানের জনক | আইজ্যাক নিউটন |
রাষ্ট্র বিজ্ঞানের জনক | এরিস্টটল |
আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক | নিকোলার ম্যাকিয়াভেলী |
অর্থনীতির জনক | এডাম স্মিথ |
আধুনিক অর্থনীতির জনক | পল স্যামুয়েলসন |
সমাজ বিজ্ঞানের জনক | অগাস্ট কোঁৎ |
গণতন্ত্রের জনক | জন লক |
হিসাব বিজ্ঞানের জনক | লুকাপ্যাসিওলি |
চিকিৎসা বিজ্ঞানের জনক | ইবনে সিনা |
দর্শন শাস্ত্রের জনক | সক্রেটিস |
ইতিহাসের জনক | হেরোডোটাস |
ভূগোলের জনক | ইরাটস থেনিস |
গণিতের জনক | আর্কিমিডিস |
অপরাধ বিজ্ঞানের জনক | ল্যামব্রাসো |
মেডিসিনের জনক | হিপোক্রেটিস |
জ্যামিতির জনক | ইউক্লিড |
বীজ গণিতের জনক | আল খাওয়ারেজমী |
জীবাণু বিদ্যার জনক | লুই পাস্তুর |
বিবর্তনবাদ তত্ত্বের জনক | চার্লস ডারউইন |
সনেটের জনক | পের্ত্রাক |
বাংলা সনেটের জনক | মাইকেল মধুসুদন দত্ত |
সামাজিক বিবর্তনবাদের জনক | হার্বাট স্পেন্সর |
বংশগতি বিদ্যার জনক | গ্রেডার জোহান মেনডেল |
শ্রেণীকরণ বিদ্যার জনক | কারোলাস লিনিয়াস |
শরীর বিদ্যার জনক | উইলিয়াম হার্ভে |
ক্যালকুলাসের জনক | আইজ্যাক নিউটন |
বাংলা গদ্যের জনক | ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর |
বাংলা উপন্যাসের জনক | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
বাংলা নাটকের জনক | দীন বন্ধু মিত্র |
ইংরেজী কবিতার জনক | জিওফ্রে চসার |
মনোবিজ্ঞানের জনক | উইলহেম উন্ড |
বাংলা চলচিত্রের জনক | হীরালাল সেন |
বাংলা গদ্য ছন্দের জনক | রবীন্দ্রনাথ ঠাকুর |
আধুনিক রসায়নের জনক | জন ডাল্টন |
আধুনিক বিজ্ঞানের জনক | রজার বেকন |
প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক | হেনরী ফেওল |
আধুনিক ইংরেজি সাহিত্যের জনক | জর্জ বার্নার্ড শ |
আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক | ল্যাভয়সিয়ে |
পারমানবিক বোমার জনক | ওপেন হাইমার |
তেজস্ক্রিয়তার জনক | হেনরি বেকরেল |
আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক | আলবার্ট আইনস্টাইন |
গতি বিদ্যার জনক | গ্যালিলিও |
হাইড্রোজেন বোমার জনক | অ্যাডওয়ার্ড টেলর |
কম্পিউটারের জনক | চার্লস ব্যাবেজ |
ই-মেইল এর জনক | ই-মেইল এর জনক |
লেজার এর জনক | মেইম্যান |
www বা world wide web এর জনক | টিম বার্ণাস লি |
হোমিও শাস্ত্রের জনক | ড.স্যামুয়েল হ্যানিম্যান |
টেস্ট টিউব বেবির জনক | আর জে এডওয়ার্ড |
অলিম্পিকের জনক | ব্যারন পিয়েরে দ্য কুবার্তে |
সমাজ বিজ্ঞানের জনক | অগাস্ট কোত্ |
সমাজ কর্মের জনক | জন অ্যাডামস |
কমিউনিজমের জনক | কার্ল মার্কস |
ফ্যাসিজমের জনক | মুসোলীনি |
ইন্টারনেটের জনক | ভিন্টন গ্রে কার্ফ |
মাইক্রোসফটের জনক | বিল গেটস |
মোবাইল ফোনের জনক | মার্টিন কুপার |
গুগলের জনক | সার্জেই বিন |
ফেসবুকের জনক | মার্ক জুকারবার্গ |
টুইটারের জনক | জ্যাক ডোরসেই |
আধুনিক ল্যাপটপের জনক | বাল মেগারিজ |
ATM-এর জনক | জন শেফার্ড ব্যারন |
আধুনিক শিক্ষার জনক | সক্রেটিস |
এনাটমির জনক | আঁদ্রে ভেসালিয়াস |
ফিনান্সের জনক | এ্যারোরা |
হিসাব বিজ্ঞানের জনক | লুকা প্যাসিওলি |
মার্কেটিং এর জনক | ফিলিপ কোটলার |
ব্যাংকিং এর জনক | আলেকজেন্ডার হ্যামিলটন |
ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক | হেনরী ফাওল |
রেডিও বা বেতারের জনক | মার্কনী |
বাই সাইকেলের জনক | কার্ল ভ্যান ড্রেইস |
বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :
১. বিজ্ঞানের জনক কে?
Ans:- থ্যালিস
২. জীব বিজ্ঞানের জনক কে?
Ans:- এরিস্টটল
৩. প্রাণী বিজ্ঞানের জনক কে?
Ans:- এরিস্টটল
৪. রসায়ন বিজ্ঞানের জনক কে?
Ans:- জাবির ইবনে হাইয়ান
৫. পদার্থ বিজ্ঞানের জনক কে?
Ans:- আইজ্যাক নিউটন
৬. রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
Ans:- এরিস্টটল
৭. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
Ans:- নিকোলার ম্যাকিয়াভেলী
৮. অর্থনীতির জনক কে?
Ans:- এডাম স্মিথ
৯. আধুনিক অর্থনীতির জনক কে?
Ans:- পল স্যামুয়েলসন
১০. সমাজ বিজ্ঞানের জনক কে?
Ans:- অগাস্ট কোঁৎ
১১. গণতন্ত্রের জনক কে?
Ans:- জন লক
১২. হিসাব বিজ্ঞানের জনক কে?
Ans:- লুকাপ্যাসিওলি
১৩. চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
Ans:- ইবনে সিনা
১৪. দর্শন শাস্ত্রের জনক কে?
Ans:- সক্রেটিস
১৫. ইতিহাসের জনক?
Ans:- হেরোডোটাস
১৬. ভূগোলের জনক কে?
Ans:- ইরাটস থেনিস
১৭. গণিতের জনক কে?
Ans:- আর্কিমিডিস
১৮. অপরাধ বিজ্ঞানের জনক কে?
Ans:- ল্যামব্রাসো
১৯. মেডিসিনের জনক কে?
Ans:- হিপোক্রেটিস
২০. জ্যামিতির জনক কে?
Ans:- ইউক্লিড
২১. বীজ গণিতের জনক কে?
Ans:- আল খাওয়ারেজমী
২২. জীবাণু বিদ্যার জনক কে?
Ans:- লুই পাস্তুর
২৩. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
Ans:- চার্লস ডারউইন
২৪. সনেটের জনক কে?
Ans:- পের্ত্রাক
২৫. বাংলা সনেটের জনক কে?
Ans:- মাইকেল মধুসুদন দত্ত
২৬. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
Ans:- হার্বাট স্পেন্সর
২৭. বংশগতি বিদ্যার জনক কে?
Ans:- গ্রেডার জোহান মেনডেল
২৮. শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
Ans:- কারোলাস লিনিয়াস
২৯. শরীর বিদ্যার জনক কে?
Ans:- উইলিয়াম হার্ভে
৩০. ক্যালকুলাসের জনক কে?
Ans:- আইজ্যাক নিউটন
৩১. বাংলা গদ্যের জনক কে?
Ans:- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২. বাংলা উপন্যাসের জনক কে?
Ans:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩. বাংলা নাটকের জনক কে?
Ans:- দীন বন্ধু মিত্র
৩৪. ইংরেজী কবিতার জনক কে?
Ans:- জিওফ্রে চসার
৩৫. মনোবিজ্ঞানের জনক কে?
Ans:- উইলহেম উন্ড
৩৬. বাংলা চলচিত্রের জনক কে?
Ans:- হীরালাল সেন
৩৭. বাংলা গদ্য ছন্দের জনক কে?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮. আধুনিক রসায়নের জনক কে?
Ans:- জন ডাল্টন
৩৯. আধুনিক বিজ্ঞানের জনক কে?
Ans:- রজার বেকন
৪০.প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
Ans:- হেনরী ফেওল
৪১. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
Ans:- জর্জ বার্নার্ড শ
৪২. আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
Ans:- ল্যাভয়সিয়ে
৪৩.পারমানবিক বোমার জনক কে?
Ans:- ওপেন হাইমার
৪৪. তেজস্ক্রিয়তার জনক কে?
Ans:- হেনরি বেকরেল
৪৫. আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
Ans:- আলবার্ট আইনস্টাইন
৪৬. গতি বিদ্যার জনক কে?
Ans:- গ্যালিলিও
৪৭. হাইড্রোজেন বোমার জনক কে?
Ans: – অ্যাডওয়ার্ড টেলর
৪৮. কম্পিউটারের জনক কে?
Ans:- চার্লস ব্যাবেজ
৪৯. ই-মেইল এর জনক কে?
Ans:- রে টমলিনসন
৫০. লেজার এর জনক কে?
Ans:- মেইম্যান
৫১. www বা world wide web এর জনক কে?
Ans:- টিম বার্ণাস লি
৫২. হোমিও শাস্ত্রের জনক কে?
Ans:- ড.স্যামুয়েল হ্যানিম্যান
৫৩. টেস্ট টিউব বেবির জনক কে?
Ans:- আর জে এডওয়ার্ড
৫৪. অলিম্পিকের জনক কে?
Ans:- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
৫৫. সমাজ বিজ্ঞানের জনক কে?
Ans:- অগাস্ট কোত্
৫৬. সমাজ কর্মের জনক কে?
Ans:- জন অ্যাডামস
৫৭. কমিউনিজমের জনক কে?
Ans:- কার্ল মার্কস
৫৮. ফ্যাসিজমের জনক কে?
Ans:- মুসোলীনি
৫৯. ইন্টারনেটের জনক কে?
Ans:- ভিন্টন গ্রে কার্ফ
৬০. মাইক্রোসফটের জনক কে?
Ans:- বিল গেটস
৬১. মোবাইল ফোনের জনক কে?
Ans:- মার্টিন কুপার
৬২. গুগলের জনক কে?
Ans:- সার্জেই বিন
৬৩. ফেসবুকের জনক কে?
Ans:- মার্ক জুকারবার্গ
৬৪. টুইটারের জনক কে?
Ans:- জ্যাক ডোরসেই
৬৫. আধুনিক ল্যাপটপের জনক কে?
Ans:- বাল মেগারিজ
৬৬. ATM-এর জনক কে?
Ans:- জন শেফার্ড ব্যারন
৬৭. আধুনিক শিক্ষার জনক কে?
Ans:- সক্রেটিস
৬৮. এনাটমির জনক কে ?
Ans:-আঁদ্রে ভেসালিয়াস
৬৯. ফিনান্সের জনক কে?
Ans:- এ্যারোরা
৭০. হিসাব বিজ্ঞানের জনক কে?
Ans:- লুকা প্যাসিওলি
৭১. মার্কেটিং এর জনক কে?
Ans:- ফিলিপ কোটলার
৭২. ব্যাংকিং এর জনক কে?
Ans:- আলেকজেন্ডার হ্যামিলটন
৭৩. ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
Ans:- হেনরী ফাওল
৭৪. রেডিও বা বেতারের জনক কে?
Ans:- মার্কনী
৭৫. বাই সাইকেলের জনক কে?
Ans:- কার্ল ভ্যান ড্রেইস
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।