জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর class 2 | General Knowledge Questions Answers

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-questions-answers

এই পোস্টে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে বাছাই করা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু

প্রশ্ন: 1969 কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল?
উত্তর: 14 টি

প্রশ্ন: ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কাকে বিবেচনা করা হয়?
উত্তর: অ্যাটর্নি জেনারেল

প্রশ্ন: কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয়?
উত্তর: বেঙ্গালুরু

প্রশ্ন: প্লাস্টিক শিল্পে পিভিসি (PVC) শব্দটি কীসের জন্য ব্যবহৃত হয়?
উত্তর: পলি ভিনাইল কার্বনেট

প্রশ্ন: ‘তেহরি বাঁধ’ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর

প্রশ্ন: হরিষেণ কার সভাকবি ছিলেন?
উত্তর: সমুদ্রগুপ্তের

প্রশ্ন: হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর: আর্দ্রতা পরিমাপক যন্ত্র

প্রশ্ন: কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
উত্তর: ইনসুলিন

প্রশ্ন: পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলে?
উত্তর: প্লাজমা

প্রশ্ন: সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: তাপি

প্রশ্ন: সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গে

প্রশ্ন: ত্রিপুরার রাজধানীর নাম কি?
উত্তর: আগরতলা

প্রশ্ন: গুজরাটের রাজধানীর নাম কি?
উত্তর: গান্ধীনগর

প্রশ্ন: ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ?
উত্তর: বৌদ্ধ ধর্মের

প্রশ্ন: কেরালার রাজধানীর নাম কি?
উত্তর: তিরুবনন্তপুরম

প্রশ্ন: ভারতের ইতিহাসে কে ‘কুনিক’ নামে পরিচিত?
উত্তর: অজাতশত্রু

প্রশ্ন:আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উত্তর: সরোদ

প্রশ্ন: ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়?
উত্তর: 15 জানুয়ারি

প্রশ্ন: খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: 16 মার্চ 1527

প্রশ্ন: বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 1992 সালে

Share your love

Leave a Reply