সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 05: আজকে আমরা আলোচনা করবো General Knowledge এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের সাহায্য করবে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত ও বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
সাধারণ জ্ঞান : বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ – 05
১. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
(a) মধ্যপ্রদেশ
(b) তামিলনাড়ু
(c) মহারাষ্ট্র
(d) উত্তরপ্রদেশ
Ans: c
২. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় ?
(a) ১৫ই জুন
(b) ১লা মে
(c) ৫ই মে
(d) ১০ই মে
Ans: b
৩ . নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত
(a) আইনস্টাইন
(b) নিলস বোর
(c) হাইজেনবার্গ
(d) মাদাম কুরি
Ans: a
৪. নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে। তার নাম কি ?
(a) জুনো
(b) গ্যালিলিও
(c) ইউরোপো
(d) ডন
Ans: a
৫. সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি?
(a) তেলেঙ্গানা
(b) ছত্তিসগড়
(c) উত্তরাখণ্ড
(d) ঝাড়খণ্ড
Ans: a
৬. ভারতের জাতীয় পক্ষী হল –
(a) কাক
(b) ঈগল
(c) ময়ূর
(d) বক
Ans: c
৭. কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে ?
(a) অস্ট্রেলিয়া
(b) ইউ.এস.এ.
(c) গ্রেট ব্রিটেন
(d) কানাডা
Ans: a
৮. মানব দেহে ক্রোমোজোমের। সংখ্যা কয়টি ?
(a) ৪৪টি
(b) ৪৬টি
(c) ৪৮টি
(d) ২৩টি
Ans: b
৯. মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?
(a) জন মার্শাল
(b) দয়ারাম সাহানি
(c) রাখালদাস বন্দোপাধ্যায়
(d) বিপিন ঘোষ
Ans: c
১০. আলফ্রেড নোবেল নীচের কোনটি উদ্ভাবন করেছিলেন ?
(a) x-রশ্মি
(b) ডায়নামো
(c) ডিনামাইট
(d) ডিজেল ইঞ্জিন
Ans: c
১১. রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হল –
(a) ফুটবল
(b) ব্যাডমিন্টন
(c) হকি
(d) টেনিস
Ans: d
১২. জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে ?
(a) ১লা মে
(b) ১১ই মে
(c) ১২ই মে
(d) ১৪ই মে
Ans: b
১৩. হিমোগ্লোবিনের কাজ কি ?
(a) রক্তাল্পতা রোধ করা
(b) ব্যাকটেরিয়া ধ্বংস করা
(c) অক্সিজেন পরিবহন করা
(d) শক্তির ব্যবহার করা
Ans: c
১৪. এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
(a) জিম্বাববায়ে
(b) ভেনেজুয়েলা
(c) কানাডা
(d) সুইজারল্যান্ড
Ans: b
১৫. ন্যাশানাল হেড হিসাবে নিযুক্ত হলেন
(a) গুরমিত সিং
(b) সুখবীর সিং সাধু
(c) ওমশঙ্কর পাবার
(d) হারদীপ সিং ব্রার
Ans: d
১৬. শকাব্দের প্রবর্তক কে ?
(a) কনিষ্ক
(b) বিক্রমাদিত্য
(c) রুদ্রমন
(d) অশোক
Ans: a
১৭. ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা ?
(a) মহাবীর
(b) গৌতম বুদ্ধ
(c) আলেকজান্ডার
(d) চন্দ্রগুপ্ত মৌর্য
Ans: b
১৮. বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় ?
(a) ৫ই জুন
(b) ১৬ই সেপ্টেম্বর
(c) ১২ই মে
(d) ২২শে এপ্রিল
Ans: d
১৯. পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
(a) মাথায়
(b) হাতে
(c) পায়ে
(d) পেটে
Ans: a
২০. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন ?
(a) ভারত
(b) আমেরিকা
(c) চীন
(d) ফ্রান্স
Ans: c
২১. ঝুম হল –
(a) একটি চাষের পদ্ধতি
(b) একটি লোকনৃত্য
(c) একটি নদীর নাম
(d) একটি উপজাতি
Ans: a
২২. সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?
(a) ভারতনাট্যম
(b) কথক
(c) কথাকলি
(d) মণিপুরি
Ans: c
২৩. আনন্দমঠ গ্রন্থের লেখক কে?
(a) মধুসূদন দত্ত
(b) স্বামী বিবেকানন্দ
(c) নবীনচন্দ্র সেন
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans: d
২৪. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয়। করেছিলেন ?
(a) ৭১০ খ্রিস্টাব্দে
(b) ৭১২ খ্রিস্টাব্দে
(c) ৭১৪ খ্রিস্টাব্দে
(d) ৭১৬ খ্রিস্টাব্দে
Ans: b
২৫. সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি ?
(a) বুধ
(b) বৃহস্পতি
(c) শনি
(d) শুক্র
Ans: d
এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে [email protected] যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।