Coochbehar District Recruitment: কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি কোচবিহার জেলা রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলির জন্য যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা হলো।
কোচবিহার রুরাল লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩
পদের নাম: | লাইব্রেরিয়ান |
নিয়োগ বোর্ড: | DM Office |
মোট শূন্যপদ: | ৩৪টি |
কাজের ধরন: | স্থায়ী সরকারি চাকরি |
চাকরির স্থান: | কোচবিহার |
নিয়োগ পদ্ধতি: | অনলাইন |
বিজ্ঞপ্তির তারিখ: | ৩১/০৫/২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস করা আবশ্যক।
- লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাস আউট সার্টিফিকেট থাকা আবশ্যক।
- বাংলা ভাষায় জ্ঞান অবশ্যই থাকতে হবে।
- কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।c
বয়স (০১/০১/২০২৩)
সর্বনিম্ন বয়স | সর্বোচ্চ বয়স | বয়সের বিশেষ ছাড় |
১৮ বছর | ৪০ বছর | OBC – ৩ বছর, SC/ST – ৫ বছর |
আবেদন ফি
সাধারণ | তপশিলি | পেমেন্ট পদ্ধতি |
– | – | – |
মাসিক বেতন: ২২,৭০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: এই চাকরির জন্য লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি: এই চাকরির জন্য চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (www.dlo.coochbeharwb.in) এ ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
অফিসিয়াল বিজ্ঞপ্তি: | Click Here |
Online Apply: | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট: | Click Here |