ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 01: আজকে আমরা আলোচনা করবো Geography এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ভূগোলের বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 01
১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans: সান্দাকফু।
২. ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
Ans: গোয়া।
৩. ভারতের উত্তরতম স্থানের নাম কি?
Ans: জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল।
৪. ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়?
Ans: মার্মাগাঁও।
৫. ভারতের কোন রাজ্যকে “ক্ষুদ্র স্বর্গ” বলা হয়?
Ans: মণিপুর।
৬. পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি?
Ans: প্রাকৃতিক গ্যাস এবং ন্যাপথা।
৭. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
Ans: পশ্চিম জার্মানি।
৮. ভারত ও চীনের সীমারেখার নাম কি?
Ans: ম্যাকমোহন লাইন।
৯. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
Ans: মুসি।
১০. ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?
Ans: তামিলনাড়ুর পোর্টনোভা,১৮৩০ সালে
১১. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
Ans: বোম্বে হাই।
১২. 10 লক্ষের অধিক জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে কী বলে?
Ans: মহানগর।
১৩. ভারতের ডেট্রয়েট কাকে বলে?
Ans: চেন্নাই।
১৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans: নক্রেক।
১৫. ভারতের বৃহত্তম রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত?
Ans: সিন্ধ্রিতে।
১৬. 50 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে কি বলে?
Ans: মেগাসিটি।
১৭. পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
Ans: চিত্তরঞ্জন।
১৮. টোডা উপজাতি মানুষেরা কোথায় বসবাস করে?
Ans: নীলগিরি পার্বত্য অঞ্চলে।
১৯. হায়দ্রাবাদের যমজ শহর এর নাম কি?
Ans: সেকেন্দ্রাবাদ।
২০. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
Ans: লাদাখ।
২১. ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: নেলোর।
২২. আরব সাগরের রাণী কাকে বলা হয়?
Ans: কোচি।
২৩. রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
Ans: হিমাচল প্রদেশ।
২৪. কোন কৃষিজ ফসলের স্থানীয় নাম মারুয়া?
Ans: রাগি।
২৫. ভীমা, কয়না ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী?
Ans: কৃষ্ণা নদী।
২৬. পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
Ans: কেরালা।
২৭. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
Ans: NH-44
২৮. ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
Ans: গুজরাট।
২৯. কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
Ans: এলাহাবাদ।
৩০. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans: সপ্তম।
৩১. গোপীনাথ বরদৈল বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
Ans: আসাম।
৩২. গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?
Ans: কোলেরু।
৩৩. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
Ans: থাঞ্জাভুর।
৩৪. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: ওড়িশা।
৩৫. ভারতের উচ্চতম শহরের নাম কি?
Ans: লে।
৩৬. ভারতের কোন বন্দর ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত?
Ans: বিশাখাপত্তনম।
৩৭. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
Ans: রাজস্থানের সম্বর হ্রদ।
৩৮. লোখটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Ans: মণিপুর।
৩৯. কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
Ans: জাস্কার ও পিরপাঞ্জাল।
৪০. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম?
Ans: রূপনারায়ন।
৪১. ভারতে বর্তমানে মহানগরের সংখ্যা কটি?
Ans: ৫৩ টি।
৪২. হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
Ans: লুধিয়ানা।
৪৩. গুজরাটের ‘আনন্দ’ বিখ্যাত কেন?
Ans: দুগ্ধ শিল্প।
৪৪. NTPC কবে স্থাপিত হয়?
Ans: ১৯৭৫ সালে
৪৫. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans: স্যাডল পিক।
৪৬. জাহাজ মহল কোথায় অবস্থিত?
Ans: উদয়পুর।
৪৭. গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন দু-একটি ঘর নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা উপগ্রাম কে কী বলে?
Ans: হ্যামলেট।
৪৮. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: হায়দ্রাবাদ।
৪৯. বিশ্বের বৃহত্তম তৈল খনির নাম কি ?
Ans: ঘারওয়ার
৫০. ‘শ্বেত হস্তির দেশ’ নামে কোন দেশ পরিচিত ?
Ans: থাইল্যান্ড
See Also:
> ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 02
> ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF Download
> রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা
File Details:
PDF Name : ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 01 PDF
Language : Bengali
Size : 299 KB
No. of Pages : 05
Download Link : Click Here To Download