ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 02: আজকে আমরা আলোচনা করবো Geography এর প্রশ্ন উত্তর নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর গুলি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন Railway Group D, PSC, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, ICDS Supervisor, RRB NTPC তে আপনাদের সাহায্য করবে। ভূগোলের বিভিন্ন বিষয় থেকে এই প্রশ্ন গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 02
১. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
Ans: সিয়াচেন।
২. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
Ans: স্তূপ পর্বত।
৩. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ?
Ans: পশ্চিমবঙ্গে।
৪. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
Ans: ১৮৩২ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
৫. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?
Ans: হেনরি ওয়াল্টার।
৬. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?
Ans: হিমাচল প্রদেশ।
৭. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
Ans: ১৯৪৮ সালে।
৮. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
Ans: স্ফীর্ণ।
৯. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?
Ans: .০৫ ডিগ্রি-১ডিগ্রি।
১০. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ?
Ans: গ্রিফিথ টেলর।
১১. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ?
Ans: Gaspard Felix Tournachor
১২. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ?
Ans: ১৯৮৮ সালে।
১৩. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
Ans:ধান ও গম।
১৪. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
Ans: মন্থকূপ।
১৫. গোদাবরী নদীর উৎপত্তি কোথায় ?
Ans: ত্র্যম্বকে।
১৬. উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কে বিচ্ছিন্ন করেছে ?
Ans: নিরক্ষরেখা।
১৭. পশ্চিমবঙ্গের “ধানের ভান্ডার” বলা হয় কোন জেলাকে ?
Ans: বর্ধমান।
১৮. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
Ans: রাইডাক।
১৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বনাঞ্চল কোন জেলায় ?
Ans: উত্তর দিনাজপুর।
২০. ভারতে সর্বাধিক কফি উৎপাদন হয় কোন রাজ্যে ?
Ans: কর্ণাটক।
২১. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
Ans: রাজস্থান।
২২. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?
Ans: কোশী।
২৩. পশ্চিমবঙ্গে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কোনটি ?
Ans: কলকাতা।
২৪. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
Ans: বীরভূম।
২৫. ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য হল ?
Ans: উত্তরপ্রদেশ।
২৬. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
২৭. দৈর্ঘ্য অনুযায়ী পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি?
Ans: অন্দিজ পর্বতমালা।
২৮. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?
Ans: প্রশান্ত মহাসাগর।
২৯. শনির বলয় এর সংখ্যা কটি?
Ans: সাতটি।
৩০. মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ans: বরাকর।
৩১. মেরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে ?
Ans: ধান্দ।
৩২. ইরানের রাজধানীর নাম কি ?
Ans: তেহেরান।
৩৩. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ?
Ans: প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড।
৩৪. বর্তমানে ‘ওয়াটারলু’ কোন দেশে অবস্থিত ?
Ans: বেলজিয়াম।
৩৫. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
Ans: আয়োনোস্ফিয়ারে।
৩৬. টাইফুন কি ?
Ans: চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত।
৩৭. লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয় ।
Ans: গ্রীষ্মকালে।
৩৮. বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী ?
Ans: সেন্টিগ্রেড ও ফারেনহাইট।
৩৯. টইগার হিলের উচ্চতা কত ?
Ans: ২,৫৯০ মিটার।
৪০. অযােধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
Ans: গােরগাবুরু।
৪১. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির ?
Ans: ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
৪২. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় ?
Ans: দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।
৪৩. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ ?
Ans: দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর।
৪৪. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয় ?
Ans: ল্যাটেরাইট।
৪৫. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায় ?
Ans: লবণাক্ত।
৪৬. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয় ?
Ans: দার্জিলিংয়ের।
৪৭. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি ?
Ans: পুরুলিয়া।
৪৮. বাংলার দুঃখ কোন নদকে বলা হয় ?
Ans: দামােদর নদকে।
৪৯. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি ?
Ans: সুন্দরবন অঞ্চল।
৫০. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত ?
Ans: ভাগীরথী হুগলী নদী।
See Also:
> ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর MCQ – 01
> ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF Download
> রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা