Summer Vacation: গরমের ছুটি শেষ! রাজ্যের স্কুলগুলিতে বাতিল হল শনিবারের হাফছুটি

টেলিগ্রামে যুক্ত হোন

summer-vacation-school-is-going-to-take-extra-classes-to-cover-the-syllabus

Summer Vacation: লম্বা গরমের ছুটির পরে গতকাল থেকেই স্কুল খোলা হয়েছে। তাপমাত্রা বেশি হওয়ার কারণে শিক্ষার্থীদের পঠন-পাঠনে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করছে স্কুল শিক্ষা দফতর। এই ক্ষতির সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সূত্র অনুসারে, এই ক্ষতির পূরণের জন্য বিদ্যালয় পরিদর্শকে ইতিমধ্যেই বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সিলেবাস পূর্ণ করার জন্য অতিরিক্ত ক্লাস আয়োজন করা হবে।

আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ গরমের ছুটিতে ক্লাসরুমে যে পঠন-পাঠনের ক্ষতি হয়েছে তা পূরণ করতে বিদ্যালয় পরিদর্শক অতিরিক্ত ক্লাস আয়োজনের নির্দেশিকা আগেই পাঠিয়ে ছিল। এবার এই নির্দেশিকাকে সামনে রেখে, দ্রুত সিলেবাস শেষ করার কথা স্কুল গুলো বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। এই কারণে, ছাত্রছাত্রীদের সিলেবাস সময়ের মধ্যেই শেষ করা প্রয়োজন। এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই এই নির্দেশ পেয়ে কিছু স্কুল শনিবার থেকেই পুরো দমে পড়াশুনার প্রস্তুতি করেছে। রাজ্যের সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলি সাধারণত শনিবারে হাফ ছুটি দিয়ে থাকে। কিন্তু এবার কিছু স্কুল সম্পূর্ণ সাত দিন স্কুল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া, এতদিন স্কুল বন্ধ থাকার কারণে বিভিন্ন মশা বাহিত রোগ যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে স্কুলের চারপাশে পরিষ্কার করা হয়। সূত্রের খবর, স্কুলের চারপশে ময়লা ও জল জমার মতো পরিস্থিতি না হয়, সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, ছাত্রছত্রীদের স্বার্থে শিক্ষক-শিক্ষিকারা স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে হবে। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ নির্দেশ জারি করেছে যাতে স্কুলে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। নতুন গাইডলাইনে উল্লেখ করা হয়েছে , প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে বেরতে পারবেন না এবং টিফিন টাইমেও স্কুল ছেড়ে যাওয়া যাবে না।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *