পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো ঘোষণা। তিনি রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মী নিয়োগের ঘোষণা করেছেন। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, শীঘ্রই রাজ্যে প্রাথমিক স্কুলে ১১ হাজার শিক্ষক এবং উচ্চ প্রাথমিক স্কুলে ১৪ হাজার ৫০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও রাজ্য সরকারের গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগের ঘোষণা করেছেন মমতা। গ্রুপ ডি পদে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করেছি, ২-১ মাসের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা আরও ১ লক্ষ ২৫ হাজারের মতো বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করব।’
এছাড়াও, রাজ্যে ৯,৪৯৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়োগের বিষয়ে আমরা জোর দিয়ে দেখছি। সমস্ত দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।
স্কুল ছাড়াও বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন। তাছাড়া, ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স এবং পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।