বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ: সম্প্রতি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের যেকোনো নাগরিক যেকোনো রাজ্য থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে, আবেদনের পদ্ধতি, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে।
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ:
পদের নাম: Junior Engineer (Civil, Electrical, Mechanical)
মোট শূন্যপদ: ৩১১ টি (UR : ১১৭ টি, EWS : ২৬ টি, SC : ৪২ টি, ST : ২২ টি, OBC : ৭৯ টি)
বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) এর নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অবশ্যই থাকতে হবে।
পদের নাম: Supervisor (IT, Survey)
মোট শূন্যপদ: ২৮ টি। (UR : ১৬ টি, OBC: ৭ টি, EWS : ১ টি, SC : ৩ টি, ST : ১ টি)
বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) এর নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে Diploma/ BCA / B.Sc/ Surveying ডিগ্রী অবশ্যই থাকতে হবে।
আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (www.nhpcindia.com) এ গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীদের অবশ্যই বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে।
আবেদন ফি: এই পদগুলিতে আবেদন করার জন্য General/ EWS/ OBC চাকরিপ্রার্থীদের ২৯৫/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC/ ST/ PwBD/ Ex-Servicemen প্রার্থীদের কোন আবেদন ফি প্রয়োজন হবে না।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৩ এর মধ্যে এপ্লিকেশনটি সাবমিট করতে হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here