CSL Recruitment 2025: কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (CSL) চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে এক্জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৭ জন প্রার্থী নিযুক্ত হবেন। কর্মস্থল হবে কলকাতা, কোচি এবং কর্নাটকের বিভিন্ন দফতর। চাকরি হবে সরকারি খাতে এবং প্রার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় বেতন ও ক্যারিয়ার গড়ার সুযোগ।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- প্রার্থীকে অবশ্যই ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI)-র অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে।
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা নাভাল আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
- সরকারি বা সরকার অধীনস্থ বন্দর/ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- বয়সসীমা: সর্বাধিক ২৭ বছর।
চাকরির বিবরণ
- পদ: এক্জ়িকিউটিভ ট্রেনি
- শূন্যপদ: ৭টি
- কর্মস্থল: কলকাতা, কোচি এবং কর্নাটকের দফতর
- বেতন: মাসে ৭৭,২০০ – ৮৪,৪০০ টাকা
- চুক্তিভিত্তিক কাজ: ৫ বছরের জন্য
- নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া
- প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি: ৭৫০ টাকা (অসংরক্ষিতদের জন্য)।
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আলাদা ছাড় থাকতে পারে।
কীভাবে আবেদন করবেন?
- প্রার্থীরা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে cochinshipyard.in গিয়ে আবেদন করতে পারবেন।
- প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত নথি আপলোড করতে হবে।
- ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।
কবে আবেদনের শেষ তারিখ?
- অনলাইনে আবেদন শুরুর তারিখ: ইতিমধ্যেই শুরু হয়েছে।
- আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫।
যারা সরকারি চাকরির খোঁজ করছেন, তাঁরা এই সুযোগ হাতছাড়া করবেন না। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন।




