জেলা আদালতে গ্রূপ ডি কর্মী নিয়োগ: সম্প্রতি, পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই বিজ্ঞপ্তিতে সুইপার পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। কেবল মাত্র ঝাড়গ্রাম জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
পদের নাম: | সুইপার |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | District Legal Services Authority(DLSA) Office, Jhargram |
আবেদন প্রক্রিয়া শুরু: | – |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতন: | ৪০৪ টাকা /Daily |
আবেদন পদ্ধতি: | – |
ইন্টারভিউর তারিখ: | ৫ জুলাই, ২০২৩ |
জেলা আদালতে গ্রূপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ:
পদের নাম: সুইপার (Group- D)
মোট শূন্যপদ: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
দৈনিক বেতন: ৪০৪ টাকা। No work no pay পদ্ধতিতে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা: ১লা জানুয়ারী ২০২৩ তারিখ হিসাবে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। Fill Up করা আবেদন পত্র সঙ্গে করে নিয়ে ইন্টারভিউর স্থানে হতে হবে। সঠিক পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমান পত্র অবশই নিয়ে যেতে হবে।
ইন্টারভিউর তারিখ: ৫ জুলাই, ২০২৩
ইন্টারভিউ স্থান: District Legal Services Authority(DLSA) Office, Jhargram.
নিয়োগ পদ্বতি: ইন্টারভিউ -এর মাধ্যমে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহী আবেদনকারীদের ১০ টা ৩০ এর মধ্যে আবেদন পত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট (শিক্ষাগত যোগ্যতা, বৈধ ফটো পরিচয়পত্র যেমন আধার কার্ড) সহ District Legal Services Authority(DLSA) Office, Jhargram উপস্থিত হতে হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here