প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

books-and-author

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা: আজকে আমরা আলোচনা করবো, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

প্রাচীন ভারতের গ্রন্থ ও রচয়িতা

প্রাচীন গ্রন্থ রচয়িতা
অদ্ভুতসাগর বল্লাল সেন
কথাসরিৎসাগর সোমদেব
অভিজ্ঞান শকুন্তলম কালিদাস
মেঘদূতম কালিদাস
মালবিকাগ্নিমিত্রম কালিদাস
মহাভাষ্য পতঞ্জলি
পঞ্চতন্ত্র বিষ্ণুশর্মা
সুশ্রুত সংহিতা সুশ্রুত
অষ্টাধ্যায়ী পাণিনি
রামচরিত সন্ধ্যাকর নন্দী
রামচরিতমানস তুলসীদাস
বুদ্ধচরিত অশ্বঘোষ
অমরকোষ অমরসিংহ
যুক্তিকল্পতরু ভোজ
মত্তবিলাস মহেন্দ্রবর্মন
আয়ুর্বেদ দীপিকা চক্রপাণি দত্ত
মঙ্গলকাব্য বিজয়গুপ্ত
নাট্যশাস্ত্র ভরতমুনি
রত্নাবলী হর্ষবর্ধন
দায়ভাগ জীমূতবাহন
পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির
দশকুমারচরিত দণ্ডিণ
বৃহৎকথা গুণাঢ্য
স্বপ্নবাসবদত্তা ভাস
কিরাতার্জুনীয়ম ভারবি
প্রিয়দর্শিকা হর্ষবর্ধন
সপ্তসতী গোবর্ধন
অর্থশাস্ত্র কৌটিল্য
কামসূত্র বাৎসায়ন
মুদ্রারাক্ষস বিশাখ দত্ত
মৃচ্ছকটিকম শূদ্রক
পবনদূত ধোয়ী
গীতগোবিন্দ জয়দেব
চরকসংহিতা চরক
দানসাগর বল্লাল সেন

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ বল্লাল সেন

প্রশ্নঃ কথাসরিৎসাগরের রচয়িতা কে?
উত্তরঃ সোমদেব

প্রশ্নঃ অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস

প্রশ্নঃ মেঘদূতমের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস

প্রশ্নঃ মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস

প্রশ্নঃ মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস

প্রশ্নঃ মহাভাষ্যের রচয়িতা কে?
উত্তরঃ পতঞ্জলি

প্রশ্নঃ পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ বিষ্ণুশর্মা

প্রশ্নঃ সুশ্রুত সংহিতার রচয়িতা কে?
উত্তরঃ সুশ্রুত

প্রশ্নঃ অষ্টাধ্যায়ীর রচয়িতা কে?
উত্তরঃ পাণিনি

প্রশ্নঃ রামচরিতের রচয়িতা কে?
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী

প্রশ্নঃ রামচরিতমানসের রচয়িতা কে?
উত্তরঃ তুলসীদাস

প্রশ্নঃ বুদ্ধচরিতের রচয়িতা কে?
উত্তরঃ অশ্বঘোষ

প্রশ্নঃ অমরকোষের রচয়িতা কে?
উত্তরঃ অমরসিংহ

প্রশ্নঃ যুক্তিকল্পতরুর রচয়িতা কে?
উত্তরঃ ভোজ

প্রশ্নঃ মত্তবিলাসের রচয়িতা কে?
উত্তরঃ মহেন্দ্রবর্মন

প্রশ্নঃ আয়ুর্বেদ দীপিকার রচয়িতা কে?
উত্তরঃ চক্রপাণি দত্ত

প্রশ্নঃ মঙ্গলকাব্যের রচয়িতা কে?
উত্তরঃ বিজয়গুপ্ত

প্রশ্নঃ নাট্যশাস্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ ভরতমুনি

প্রশ্নঃ রত্নাবলীর রচয়িতা কে?
উত্তরঃ হর্ষবর্ধন

প্রশ্নঃ দায়ভাগের রচয়িতা কে?
উত্তরঃ জীমূতবাহন

প্রশ্নঃ পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতা কে?
উত্তরঃ বরাহমিহির

প্রশ্নঃ দশকুমারচরিতের রচয়িতা কে?
উত্তরঃ দণ্ডিণ

প্রশ্নঃ বৃহৎকথার রচয়িতা কে?
উত্তরঃ গুণাঢ্য

প্রশ্নঃ স্বপ্নবাসবদত্তার রচয়িতা কে?
উত্তরঃ ভাস

প্রশ্নঃ কিরাতার্জুনীয়মের রচয়িতা কে?
উত্তরঃ ভারবি

প্রশ্নঃ প্রিয়দর্শিকার রচয়িতা কে?
উত্তরঃ হর্ষবর্ধন

প্রশ্নঃ সপ্তসতীর রচয়িতা কে?
উত্তরঃ গোবর্ধন

প্রশ্নঃ অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ কৌটিল্য

প্রশ্নঃ কামসূত্রের রচয়িতা কে?
উত্তরঃ বাৎসায়ন

প্রশ্নঃ মুদ্রারাক্ষসের রচয়িতা কে?
উত্তরঃ বিশাখ দত্ত

প্রশ্নঃ মৃচ্ছকটিকমের রচয়িতা কে?
উত্তরঃ শূদ্রক

প্রশ্নঃ পবনদূতের রচয়িতা কে?
উত্তরঃ ধোয়ী

প্রশ্নঃ গীতগোবিন্দের রচয়িতা কে?
উত্তরঃ জয়দেব

প্রশ্নঃ চরকসংহিতার রচয়িতা কে?
উত্তরঃ চরক

প্রশ্নঃ দানসাগরের রচয়িতা কে?
উত্তরঃ বল্লাল সেন



প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF

File Details:
PDF Name :প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF
Language: Bengali
Size: 49KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply