বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

acids-and-their-source

আজকে, বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা

অ্যাসিডের নাম উৎস
অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার
স্টিয়ারিক অ্যাসিড সাবান
ইউরিক অ্যাসিড মূত্র
অ্যামাইনো অ্যাসিড প্রোটিন
কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিংকস
ওলিক অ্যাসিড অলিভ অয়েল
বিউটারিক অ্যাসিড রানসিড বাটার
স্টিয়ারিক অ্যাসিড ফ্যাট
গ্লাইকোলিক অ্যাসিড বিট, আঙুর
গ্যালিক অ্যাসিড ওক গাছের ছাল,চায়ের পাতা
ম্যালিক অ্যাসিড আপেল
ফরমিক অ্যাসিড লাল পিপড়ে
বোলতা
মৌমাছির হুল
সাইট্রিক অ্যাসিড আঙুর,কমলা লেবু
ল্যাকটিক অ্যাসিড দই
টারটারিক অ্যাসিড তেঁতুল
অক্সালিক অ্যাসিড টমেটো,হরিতকী
অ্যাসকরবিক অ্যাসিড আমলকি
ট্যানিক অ্যাসিড চা

সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ

1. লেবুতে কোন এসিড থাকে?
Ans: সাইট্রিক এসিড

2. তেতুলে কোন এসিড থাকে?
Ans: টারটারিক এসিড

3. মানুষের পাকস্থলীতে কোন এসিড থাকে?
Ans: হাইড্রোক্লোরিক এসিড

4. দই এ কোন এসিড থাকে?
Ans: ল্যাকটিক এসিড

5. চায়ে কোন এসিড থাকে?
Ans: ট্যানিক এসিড

6. আপেলে কোন এসিড থাকে?
Ans: ম্যালিক এসিড

7. মৌমাছির হুলে কোন এসিড থাকে?
Ans: মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড

8. লিচুতে কোন এসিড থাকে?
Ans: অ্যামাইনো এসিড

9. টমেটোতে কোন এসিড থাকে?
Ans: সাইট্রিক এসিড এবং ম্যালিক এসিড

10. ভোটের কালিতে কোন এসিড থাকে?
Ans: সিলভার নাইট্রেট এসিড

11. গাজরে কোন এসিড থাকে?
Ans: ফ্যালকেরিনল এসিড

12. পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
Ans: মেথানয়িক এসিড

13. কচুতে কোন এসিড থাকে?
Ans: অক্সালিক এসিড

14. সোডা ওয়াটার এ কোন এসিড থাকে?
Ans: কার্বনিক এসিড

15. ভিনিগারে কোন এসিড থাকে?
Ans: এসিটিক এসিড

16. বোলতার হুলে কোন এসিড থাকে?
Ans: মিথানোয়িক এসিড

17. আমে কোন এসিড থাকে?
Ans: অক্সালিক এসিড, সাইট্রিক এসিড, ম্যালিক এসিড ও সাকসেনিক এসিড

18. এসিড বৃষ্টিতে কোন এসিড থাকে?
Ans: সালফিউরিক এসিড বা নাইট্রিক এসিড

19. আনারসে কোন এসিড থাকে?
Ans: ম্যালিক এসিড

20. পাকা কলায় কোন এসিড থাকে?
Ans: এমাইল এসিড

21. আঙ্গুর ফলে কোন এসিড থাকে?
Ans: টারটারিক এসিড

22. কমলালেবুতে কোন এসিড থাকে?
Ans: সাইট্রিক এসিড, অ্যাসকরবিক এসিড, ম্যালিক এসিড

23. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন এসিড থাকে?
Ans: সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এসিড

24. পেয়ারায় কোন এসিড থাকে?
Ans: ফলিক এসিড

25. আপেল কোন এসিড থাকে?
Ans: অ্যাসকরবিক এসিড ও ম্যালিক এসিড

26. ব্যাটারিতে কোন এসিড থাকে?
Ans: সালফিউরিক এসিড

27. দইয়ে কোন এসিড থাকে?
Ans: ল্যাকটিক এসিড

28. বিছুটি পাতার চুলে কোন এসিড থাকে?
Ans: ফরমিক এসিড

29. টমেটোতে কোন এসিড থাকে?
Ans: সাইট্রিক এসিড ও ম্যালিক এসিড

30. পিয়াজে কোন এসিড থাকে?
Ans: সালফেনিক এসিড

31. দুধে কোন এসিড থাকে?
Ans: ল্যাকটিক এসিড

32. কাচা আমে কোন এসিড থাকে?
Ans: অক্সালিক এসিড, সাইট্রিক এসিড, ম্যালিক এসিড ও সাকসেনিক এসিড

32. পিঁপড়ার হুলে কোন এসিড থাকে?
Ans: মেথানয়িক এসিড

33. সাপের বিষে কোন এসিড থাকে?
Ans: নিউরোটক্সিন

34. মরিচে কোন এসিড থাকে?
Ans: ক্যাপসিসিন এসিড

35. সরিষার তেলে কোন এসিড থাকে?
ans: ইরোসিক এসিড

36. সফট ড্রিংকসে কোন এসিড থাকে?
Ans: ফসফরিক এসিড

37. আমলকিতে কোন এসিড থাকে?
Ans: এস্করবিক এসিড

38. ডাবের পানিতে কোন এসিড থাকে?
Ans: লারিক এসিড


File Details:
PDF Name : বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF
Language : Bengali
Size : 54 KB
No. of Pages : 02
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply