স্নাতক পাশে শিশু উন্নয়ন দপ্তরে নিয়োগ ২০২৫, আবেদন শুরু!

টেলিগ্রামে যুক্ত হোন

sishu-unnayan-doptor-chairperson-niyog-2025

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিশু উন্নয়ন দপ্তরের অধীনে চেয়ারপারসন নিয়োগের একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে। এই চাকরিতে মূল কাজ হবে শিশুদের নিরাপত্তা, অধিকার রক্ষা আর উন্নয়নের বিষয়গুলো দেখাশোনা করা। এই পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউ মাধ্যমে বাছাই করা হবে। যাঁরা শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রাখেন বা সমাজসেবা কিংবা মনোবিজ্ঞানের মতো বিষয়ে পড়াশোনা করেছেন, তাঁদের জন্য এটা খুব ভালো সুযোগ।

পদের নাম ও সংখ্যা

পদের নাম: চেয়ারপারসন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি

পদের সংখ্যা: ৭টি

নিয়োগকারী জেলা: দার্জিলিং (শিলিগুড়ি), কালিম্পং, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর

শিক্ষাগত যোগ্যতা

  • সাইকোলজি, শিশু সাইকোলজি, সোশিয়লজি, সোশ্যাল ওয়ার্ক, মানব স্বাস্থ্য, মানব উন্নয়ন বা সমাজ/শিশু উন্নয়ন বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
  • শিশু উন্নয়ন বা সামাজিক কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা আবশ্যক।

কর্মস্থল ও বয়সসীমা

বয়সসীমা: ২০/০৫/২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত সীমার একদিন কম বা বেশি বয়স হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বেতন ও চাকরির ধরন

বেতন: প্রতি সিটিংয়ে কমপক্ষে ২০০০ টাকা প্রদান করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সুনির্দিষ্ট বেতন নির্ধারিত হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ)

আবেদনের পদ্ধতি

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে
  • আবেদন ওয়েবসাইট: https://wcdsw.wb.gov.in অথবা https://wcdsw.wb.gov.in/dcrt
  • আবেদনের শেষ তারিখ: ১১ জুন, ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)
  • আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে।

নির্বাচনী প্রক্রিয়া

নির্বাচন পদ্ধতি: কোনো লিখিত পরীক্ষা হবে না। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

প্রত্যেক জেলার জন্য নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ হবে। বিস্তারিত জানার জন্য নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  • ঠিকানার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি

 

Share your love

Leave a Reply