রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, ১৬ জুন ইন্টারভিউ

টেলিগ্রামে যুক্ত হোন

siliguri-municipal-corporation-legal-officer-recruitment-notification

রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ: শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ করা হবে। ৫ মে, নতুন কর্মী নিয়োগের কথা জানিয়ে শিলিগুড়ি পৌরসভা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই পদগুলির জন্য যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিলিগুড়ি পৌরসভা নিয়োগ এর আবেদনের পদ্ধতি, শূন্যপদ, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এই পোস্টে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার জন্য এই পোস্টটি অবশ্যই পড়তে হবে।

পদের নাম:  Officer on Special Duty (Legal)

মোট শূন্যপদ: ১ টি।

মাসিক বেতন: ৩০,০০০ টাকা।

বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে থেকে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরির আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Law Graduate অথবা কম্পিউটার অপারেটিং বিষয়ে সাম্যক ধারণা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন পদ্ধতি: এই নিয়োগটি সরাসরি ইন্টারভিউের মাধ্যমে করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা, ইন্টারভিউ দেওয়ার জন্য অরিজিনাল ও জেরক্স ডকুমেন্ট সঙ্গে নিয়ে দপ্তরের নির্দিষ্ট অফিসে ৩০ মিনিট আগে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউর স্থান: Conference Hall of Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri Municipal Corporation, District: Darjeeling, Siliguri – 734001

ইন্টারভিউর তারিখ:  ১৬ জুন, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Share your love

Leave a Reply