মুঘল সম্রাটদের তালিকা PDF | List of Mughal Emperors in India

টেলিগ্রামে যুক্ত হোন

mughal-emperors-in-india

মুঘল সম্রাটদের তালিকা : আজকে আমরা আলোচনা করবো, মুঘল সম্রাটদের তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল

মুঘল সম্রাট শাসনকাল
বাবর ১৫২৬-১৫৩০
হুমায়ুন ১৫৩০-১৫৪০ এবং ১৫৫৫-১৫৫৬
আকবর ১৫৫৬-১৬০৫
জাহাঙ্গীর ১৬০৫-১৬২৭
শাহজাহান ১৬২৮-১৬৫৮
ঔরঙ্গজেব বা প্রথম আলমগীর ১৬৫৮-১৭০৭
প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম ১৭০৭-১৭১২
জাহান্দার শাহ ১৭১২-১৭১৩
ফারুখশিয়ার ১৭১৩-১৭১৯
রাফি উদ-দারজাত ১৭১৯
রাফি উদ-দৌলত বা দ্বিতীয় শাহজাহান ১৭১৯
মুহাম্মদ শাহ শাহ বা রঙ্গিলা ১৭১৯-১৭৪৮
আহমেদ শাহ বাহাদুর ১৭৪৮-১৭৫৪
দ্বিতীয় আলমগীর ১৭৫৪-১৭৫৯
তৃতীয় শাহজাহান ১৯৫৯-১৭৬০
দ্বিতীয় শাহ আলম ১৭৬০-১৮০৬
চতুর্থ শাহজাহান বা বিদার বখত ১৭৮৮
দ্বিতীয় আকবর শাহ ১৮০৬-১৮৩৭
দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭-১৮৫৭

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বাবর

প্রশ্নঃ মুঘল বংশের প্রথম সম্রাট কে ?
উত্তরঃ বাবর

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ?
উত্তরঃ ঔরঙ্গজেব

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তরঃ শাহজাহান

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল ?
উত্তরঃ ফার্সি

প্রশ্নঃ কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন ?
উত্তরঃ বাবর

প্রশ্নঃ কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
উত্তরঃ শাহজাহান

প্রশ্নঃ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?
উত্তরঃ হুমায়ুন

প্রশ্নঃ তৃতীয় মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ জাহাঙ্গীরের পর কে রাজা হন ?
উত্তরঃ শাহজাহান

প্রশ্নঃ মুঘল বংশের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিলেন ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ মুঘল বংশের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিলেন ?
উত্তরঃ আকবর

প্রশ্নঃ জাহাঙ্গীর ও শাহজাহান কে ছিলেন ?
উত্তরঃ জাহাঙ্গীরের তৃতীয় পুত্র

প্রশ্নঃ জাহাঙ্গীর ও শাহজাহান কে ছিলেন ?
উত্তরঃ জাহাঙ্গীরের তৃতীয় পুত্র



মুঘল সম্রাটদের তালিকা PDF

File Details:
PDF Name : মুঘল সম্রাটদের তালিকা PDF
Language: Bengali
Size: 38KB
No. of Pages: 01
Download Link: Click Here To Download

Share your love

Leave a Reply