ভারতের সংরক্ষণ কেন্দ্রের তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-important-wildlife-and-bird-sanctuaries-in-india

আজকে, ভারতের সংরক্ষণ কেন্দ্রের তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। ভারতের সংরক্ষণ কেন্দ্রের তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


ভারতের সংরক্ষণ কেন্দ্রের তালিকা

নং সংরক্ষণ কেন্দ্র সংরক্ষিত প্রাণী রাজ্য
1 সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ রয়েল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গ
2 জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গণ্ডার পশ্চিমবঙ্গ
3 নাগার্জুন সাগর ব্যাঘ্র সংরক্ষণ বাঘ অন্ধ্রপ্রদেশ
4 বন্দীপুর সংরক্ষণ বাঘ কর্ণাটক
5 রঙ্গনাথিটু পক্ষী সংরক্ষণ পাখি কর্ণাটক
6 কাজিরাঙ্গা সংরক্ষণ এক শৃঙ্গ গণ্ডার আসাম
7 মানস ব্যাঘ্র সংরক্ষণ বাঘ আসাম
8 সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ বাঘ ওড়িশা
9 নাল সরোবর পক্ষী সংরক্ষণ পাখি গুজরাট
10 কচ্ছের রণ বন্য গাধা গুজরাট
11 গীর অরণ্য সিংহ গুজরাট
12 ঘটপ্রভা পক্ষী সংরক্ষণ কেন্দ্র পাখি কর্ণাটক
13 সাত কোশিয়া অভয়ারণ্য বাঘ ওড়িশা
14 ভিতরকণিকা অভয়ারণ্য হাতি ওড়িশা
15 চন্দকা হস্তী সংরক্ষণ হাতি ওড়িশা
16 সিংভূম অভয়ারণ্য হাতি ঝাড়খণ্ড
17 শিকারি দেবী পক্ষী সংরক্ষণ পাখি হিমাচল প্রদেশ
18 রণথম্বোর ব্যাঘ্র সংরক্ষণ বাঘ রাজস্থান
19 ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র পাখি রাজস্থান
20 লাতেহার অভয়ারণ্য নেকড়ে ঝাড়খণ্ড
21 বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ বাঘ বিহার
22 সিপাহীজলা অভয়ারণ্য ক্লাউডেড লেপার্ড ত্রিপুরা
23 সুলতানপুর হূদপক্ষী সংরক্ষণ পাখি হরিয়ানা
24 মাদুমালাই সংরক্ষণ পাখি, হাতি, নীলগাই তামিলনাড়ু
25 ভেদানথাঙ্গাল পক্ষী সংরক্ষণ পাখি তামিলনাড়ু
26 মেলাপুট্ট পক্ষী সংরক্ষণ পাখি অন্ধ্রপ্রদেশ
27 নামধাপ ব্যাঘ্র সংরক্ষণ বাঘ অরুণাচল প্রদেশ
28 দাচীগ্রাম সংরক্ষণ পাখি, নাচুনি হরিণ জম্মু ও কাশ্মীর
29 চিল্লা অভয়ারন্য বাঘ, হাতি, চিতাবাঘ, নীলগাই উত্তরাখণ্ড
30 মালঘাট ব্যাঘ্র সংরক্ষণ বাঘ মহারাষ্ট্র
31 চন্দ্রপ্রভা সংরক্ষণ কেন্দ্র বাঘ, হাতি, হরিণ, পাখি উত্তরপ্রদেশ
32 পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ বাঘ ঝাড়খণ্ড
33 পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ হাতি মধ্যপ্রদেশ

সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

1. পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের সিঙ্গালিলা জাতীয় উদ্যান এ রেড পান্ডা সংরক্ষণ করা হয়

2. শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans: শকুন সংরক্ষণ কেন্দ্র রাজাভাতখাওয়া এবং আসামের রানিতে অবস্থিত।

3. ডাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: ডাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত।

4. সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans: সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশায় অবস্থিত।

5. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
Ans: ঘানা পাখিরালয় রাজস্থানের ভরতপুরে অবস্থিত।

6. ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি?
Ans: ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বাটন আইল‍্যান্ড ন‍্যাশলাল পার্ক।

7. সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত।

8. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালা ও তামিলনাড়ুর প্রান্ত বরাবর অবস্থিত।

9. পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: পেরিয়ার বন্যজীবন অভয়ারণ্য কেরালা রাজ্যে অবস্থিত।

10. পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য কোথায় অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গে রায়গঞ্জের কুলিক এ পক্ষী অভয়ারণ্য অবস্থিত।

11. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত।

12. জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
Ans: জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডের নয়নিতাল জেলায় অবস্থিত।

13. ভারতের প্রথম অভয়ারণ্য কোনটি?
Ans: জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম অভয়ারণ্য।

14. বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans: বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত।

15. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি?
Ans: ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস জাতীয় উদ্যান।


File Details:
PDF Name : ভারতের সংরক্ষণ কেন্দ্রের তালিকা PDF
Language : Bengali
Size : 63 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply