ভারতের গিরিপথ সমূহ তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের গিরিপথ সমূহ তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Table Of Contents
ভারতের গিরিপথ সমূহ তালিকা
গিরিপথ | অবস্থান | সংযোগ |
---|---|---|
খারদুংলা পাস | জম্মুও কাশ্মীর | লে ও সিয়াচেন হিমবাহ |
বানিহাল পাস | জম্মু ও কাশ্মীর (ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে |
জম্মু ও শ্রীনগর |
জোজিলা পাস | জম্মুও কাশ্মীর (লাদাখ মালভূমি) |
শ্রীনগর ও লে |
বুর্জিল পাস | জম্মুও কাশ্মীর | কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমি |
সিপকি-লা পাস | হিমাচল প্রদেশ | হিমাচল প্রদেশ ও তিব্বত |
বারা লাচা পাস | জম্মুও কাশ্মীর | মানালি ও লে |
রোটাং পাস | হিমাচল প্রদেশ | কুলু ও স্পিতি উপত্যকা |
পীরপাঞ্জাল পাস | জম্মুও কাশ্মীর | জম্মু ও শ্রীনগর |
থলঘাট পাস | মহারাষ্ট্র | মুম্বাই ও নাসিক |
ভোরঘাট | মহারাষ্ট্র | মুম্বাই ও পুনে |
পালঘাট | কেরালা | তামিলনাড়ু ও কেরালা |
জেলেপ লা পাস | সিকিম | সিকিম ও লাসা |
লিপু লাখ পাস | উত্তরাখণ্ড | দেরাদুন ও তিব্বত |
নাথু-লা পাস | সিকিম | সিকিম ও চীন |
মানা পাস | উত্তরাখণ্ড | দেরাদুন ও তিব্বত |
ভারতের গিরিপথ সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ খারদুংলা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মুও কাশ্মীর
প্রশ্নঃ বানিহাল পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর (ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে
প্রশ্নঃ জোজিলা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মুও কাশ্মীর (লাদাখ মালভূমি)
প্রশ্নঃ বুর্জিল পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মুও কাশ্মীর
প্রশ্নঃ সিপকি-লা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ
প্রশ্নঃ বারা লাচা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মুও কাশ্মীর
প্রশ্নঃ রোটাং পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ
প্রশ্নঃ পীরপাঞ্জাল পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মুও কাশ্মীর
প্রশ্নঃ থলঘাট পাস কোথায় অবস্থিত ??
উত্তরঃ মহারাষ্ট্র
প্রশ্নঃ ভোরঘাট কোথায় অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র
প্রশ্নঃ পালঘাট কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা
প্রশ্নঃ জেলেপ লা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিকিম
প্রশ্নঃ লিপু লাখ পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড
প্রশ্নঃ নাথু-লা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিকিম
প্রশ্নঃ মানা পাস কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড
ভারতের গিরিপথ সমূহ তালিকা PDF
File Details:
PDF Name : ভারতের গিরিপথ সমূহ তালিকা PDF
Language: Bengali
Size: 44KB
No. of Pages: 02
Download Link: Click Here To Download