জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর class 1 | General Knowledge Questions Answers in Bengali

টেলিগ্রামে যুক্ত হোন

general-knowledge-questions-answers-in-bengali

এই পোস্টে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে বাছাই করা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: দহি হান্ডি কোন কোন রাজ্যের সরকারি খেলা হিসাবে সীকৃতি পেয়েছে?
উত্তর: মহারাষ্ট্র

প্রশ্ন: মহারাষ্ট্র কোন রাজ্য মোদের রাজধানী হিসাবে পরিচিত?
উত্তর: নাসিক

প্রশ্ন: কলকাতা মিলিনিয়াম পার্ক কোন সালে স্থাপিত হয়?
উত্তর: ২০০০ সালে

প্রশ্ন: জব চার্ণকের সমাধি কোথায় আছে?
উত্তর: বিবাদীবাগ

প্রশ্ন: গৌতম বুদ্ধ ও মহাবীর মুত্যু বরণ করে কোন রাজার আমলে?
উত্তর: অজাতশত্রু

প্রশ্ন: ভারতীয় টাকায় যে সিংহ ছাপা থাকে তা কোথায় পাওয়া গেছিল ?
উত্তর: সারনাথ

প্রশ্ন: কোন মোগল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল?
উত্তর: মাহমুদ শাহ

প্রশ্ন: ভারতের বৃহত্তম শেয়ার মার্কেট কোনটি?
উত্তর: NSE (The National Stock Exchange of India)

প্রশ্ন: আলিপুর চিড়িয়াখানা কোন সালে স্থাপিত হয়?
উত্তর: ১৮৭৬ সালে

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদকুলি খাঁ

প্রশ্ন: কোন দেশ “Mocha” সুপার সাইক্লোনের নামকরণ করেছিল?
উত্তর: ইয়েমেন

প্রশ্ন: সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন ?
উত্তর: ৭৫ নং ধারা

প্রশ্ন: প্যারাওলিম্পিকের সধর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জার্মানি

প্রশ্ন: কফি রপ্তানির জন্য কোন বন্ধর বিখ্যাত?
উত্তর: কর্ণাটক ?

প্রশ্ন: শেষ মোগল সম্রাট কে ছিলেন ?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ

Share your love

Leave a Reply