আজকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা নিয়ে আমরা আলোচনা করবো। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকাটি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরা হল। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক এসে থাকে। আশা করি পোস্টটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
কেন্দ্রীয় মন্ত্রী তালিকা ২০২৩
মন্ত্রীর নাম | মন্ত্রালয় |
---|---|
নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী গণ-অভিযোগ ও পেনশন বিষয়ক; আণবিক শক্তি দপ্তর; মহাকাশ দপ্তর; গুরুত্বপূর্ণ নীতিসমূহ এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্ব যা এখনও কোন মন্ত্রীকে দেওয়া হয়নি। |
রাজনাথ সিং | প্রতিরক্ষা মন্ত্রী |
অমিত শাহ | স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী |
নীতিন গদকরি | সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী |
নির্মলা সীতারমন | অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী |
নরেন্দ্র সিং তোমর | কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী |
এস. জয়শঙ্কর | বিদেশ মন্ত্রী |
অর্জুন মুন্ডা | আদিবাসী বিষয়ক মন্ত্রী |
স্মৃতি জুবিন ইরানী | মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী |
পিযুষ গোয়েল | বানিজ্য ও শিল্প; উপভোক্তা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী |
ধর্মেন্দ্র প্রধান | শিক্ষা; এবং দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী |
প্রহ্লাদ যোশী | সংসদীয় বিষয়ক কয়লা ও খনি মন্ত্রী |
নারায়ণ তাতু রানে | অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী |
সর্বানন্দ সনোয়াল | বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী; আয়ুষ মন্ত্রী |
মুখতার আব্বাস নাকভি | সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী |
ড. বীরেন্দ্র কুমার | সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী |
গিরিরাজ সিং | গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী |
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | অসামরিক বিমান পরিবহন মন্ত্রী |
রামচন্দ্র প্রসাদ সিংহ | ইস্পাত মন্ত্রী |
অশ্বিনী বৈষ্ণব | রেলমন্ত্রী; যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী |
পশুপতি কুমার পারস | খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী |
গজেন্দ্র সিং শেখাওয়াত | জলশক্তি মন্ত্রী |
কীরেন রিজিজু | আইন ও ন্যায়বিচার মন্ত্রী |
রাজ কুমার সিংহ | বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী |
হরদীপ সিং পুরি | পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন প শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী |
মনসুখ মন্ডভিয়া | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; এবং রসায়ন ও সার মন্ত্রী |
ভুপেন্দ্র যাদব | পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী |
মহেন্দ্রনাথ পান্ডে | ভারী শিল্প মন্ত্রী |
পুরুশোত্তম রূপলা | মত্স্য চাষ, পশুপালন ও ডেয়ারী মন্ত্রী |
জী কিষান রেড্ডি | সংস্কৃতি মন্ত্রী; পর্যটন মন্ত্রী; উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী |
অনুরাগ ঠাকুর | তথ্য ও সম্প্রচার; যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী |
সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ
1. ভারতের শিক্ষা মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের শিক্ষা মন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান।
2. ভারতের খাদ্য মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের খাদ্য মন্ত্রীর নাম রাম ভিলাস পাশওয়ান।
3. ভারতের বিদেশ মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের বিদেশ মন্ত্রীর নাম সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
4. ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?
Ans: ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান।
5. ভারতের বন মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের বন মন্ত্রীর নাম ভুপেন্দ্র যাদব।
6. ভারতের গৃহ মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের গৃহ মন্ত্রীর নাম অমিত শাহ।
7. ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
Ans: ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম রাজনাথ সিং।
File Details:
PDF Name : ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা PDF
Language : Bengali
Size : 68 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download