
ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্তৃপক্ষ। সংস্থার কলকাতা ডক সিস্টেমের ট্রাফিক বিভাগের কাজের প্রসারে দক্ষ কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মোডে বা ডাকযোগে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে বলে পোর্ট সূত্রের খবর।
পোর্টের ট্রাফিক বিভাগে কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যান – এই দুই পদে মোট আটজন কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে নিযুক্তদের কাজের মেয়াদ এক বছর ধার্য করা হয়েছে। কেবিন অ্যাসিস্ট্যান্টদের জন্য মাসিক ৪০,০০০ টাকা এবং পয়েন্টসম্যানদের জন্য ৩৫,০০০ টাকা সাম্মানিক বরাদ্দ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এই কাজে অভিজ্ঞদেরই প্রাধান্য দেবে কর্তৃপক্ষ।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৬২ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ শিথিলতা বজায় থাকবে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই রেলের অবসরপ্রাপ্ত আধিকারিক বা কর্মী হতে হবে। যোগ্য প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা কিংবা সরাসরি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বলে সাফ জানানো হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সরাসরি পোর্টের নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আগামী ২৯ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি এবং আবেদনের ফর্ম্যাট পেতে প্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.smportkolkata.shipping.gov.in নিয়মিত অনুসরণ করতে হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



