NCSM Recruitment 2025 : বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামে চাকরি, আবেদন শুরু!

টেলিগ্রামে যুক্ত হোন

ncsm-requirement-2025-bidhannagar-recruitment-apply-online

NCSM Recruitment 2025 : বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম (NCSM) নতুন করে কর্মী নিয়োগ করছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানে কিউরেটর-বি পদে শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

চাকরির বিবরণ

  • প্রতিষ্ঠান: NCSM, বিধাননগর
  • পদ: কিউরেটর-বি
  • শূন্যপদ: ৭টি
  • বেতন: ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা প্রতি মাসে
  • চাকরির ধরন: স্থায়ী কেন্দ্রীয় চাকরি

কী যোগ্যতা লাগবে?

  • এম.এসসি বা বি.ই./বি.টেক ফার্স্ট ক্লাস হতে হবে।
  • অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা ৩৫ বছরের মধ্যে।
  • সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় রয়েছে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন করতে হবে অনলাইনে।
  • আবেদন ফি ১,৭৭০ টাকা (সংরক্ষিতদের জন্য নেই)।
  • শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে ncsm.gov.in যান।
  • “Recruitment” বিভাগে গিয়ে ফর্ম পূরণ করুন।
  • নথি আপলোড করে আবেদন জমা দিন।

WBCSSC Group D Recruitment 2025: মাধ্যমিক পাশ করলেই স্কুলে চাকরির সুযোগ! জানুন, কীভাবে আবেদন করবেন?

শেষ তারিখ

৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। তারপর আর আবেদন নেওয়া হবে না।

অফিসিয়াল ওয়েবসাইট

আরো বিস্তারিত জানতে ভিসিট করুন ncsm.gov.in

বিজ্ঞান মিউজ়িয়ামে কাজের সুযোগ খুবই আকর্ষণীয়। সরকারি চাকরি, ভালো বেতন আর স্থায়ী পদ সব একসঙ্গে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন!

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *