
নতুন বছরের শুরুতেই বড়সড় কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল রাজ্য। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (ডব্লুবিএমএসসি)-এর তরফে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে, কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় কারিগরি থেকে প্রশাসনিক সব ধরণের পদের জন্যই জায়গা রাখা হয়েছে। কমিশনের নিজস্ব পোর্টালে এই মর্মে একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে, যা ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার থেকে শুরু করে ড্রাফটসম্যান ও ইনভেস্টিগেটরের মতো গুরুত্বপূর্ণ পদে লোক নেওয়া হবে। শুধু তাই নয়, যারা প্রশাসনিক কাজে আগ্রহী তাদের জন্য রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টস ক্লার্কের মতো পদ। সফটওয়্যার ডেভেলপার ও স্টোর কিপারের মতো বিশেষায়িত বিভাগেও দক্ষ কর্মীর খোঁজে রয়েছে কমিশন। মোট ১৩টি শূন্যপদ থাকলেও প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা ও সাম্মানিক নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের জন্য এটি একটি বিশেষ বার্তা যে, নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে আবেদন বাতিল হতে পারে।
নিয়োগের পুরো প্রক্রিয়াটি বেশ স্বচ্ছ এবং ধাপে ধাপে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, প্রথমে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সেই বাধা টপকাতে পারলে দিতে হবে কম্পিউটার বেসড টেস্ট। এই দুই স্তরে সফল প্রার্থীদের শেষমেশ ইন্টারভিউ বা পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। মেধার ভিত্তিতেই এই চূড়ান্ত বাছাই পর্ব চালানো হবে। যারা সরকারি দপ্তরে কাজ করার মানসিকতা রাখেন, তাদের জন্য প্রস্তুতি শুরু করার এটাই আদর্শ সময়। কমিশনের তরফ থেকে সাফ জানানো হয়েছে যে, নিয়ম মেনেই সমস্ত শর্তাবলি পূরণ করতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (https://mscwb.org/) গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হোমপেজে গেলেই সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি নজর পড়বে। সেখানে থাকা নির্দেশিকা অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে ফর্ম। মনে রাখবেন, আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন সেরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। বিস্তারিত শর্তাবলি এবং বেতনক্রম জানতে অবশ্যই কমিশনের মূল বিজ্ঞপ্তিটি একবার খুঁটিয়ে দেখে নিন।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



