RRC Apprenticeship Training 2025: ভারতীয় রেলে শিক্ষানবিশ নিয়োগ, কারা পাবেন সুযোগ?

টেলিগ্রামে যুক্ত হোন

rrc-apprenticeship-training-2025-indian-railway-apply-now

RRC Apprenticeship Training 2025: আইটিআই পাশ করেছেন? তাহলে আপনার জন্য দারুন খবর। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ দিচ্ছে। এই পদে মোট ৮৯৮ জন প্রার্থীকে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এটা স্থায়ী চাকরি নয়, তবে রেলের মতো বড় প্রতিষ্ঠানে কাজ শেখার দারুণ সুযোগ। প্রশিক্ষণের সময় রেলের নিয়ম অনুযায়ী মাসে ভাতা (stipend) দেওয়া হবে।

কী যোগ্যতা লাগবে?

  • প্রার্থীকে দশম শ্রেণি (মাধ্যমিক) পাশ হতে হবে।
  • আইটিআই (ITI) বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) থাকতে হবে।
  • বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর এর মধ্যে।
  • সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে বয়সে ছাড় পাবেন।

চাকরির বিবরণ

  • পদ: Apprentices (শিক্ষানবিশ)
  • মোট পদ: ৮৯৮টি
  • সময়কাল: ১ বছর
  • যে ট্রেডে প্রশিক্ষণ চলবে: Fitter, Welder, Carpenter, Painter, Tailor, Electrician, Mechanic, Stenographer, Computer Operator & Programming Assistant, House Keeper
  • প্রশিক্ষণ শেষে প্রার্থীরা একটি রেলওয়ে সার্টিফিকেট পাবেন, যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে।

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। প্রার্থীদের মার্কশিট অনুযায়ী মেধা তালিকা (merit list) তৈরি করা হবে।

Railway Section Controller Recruitment 2025: রেলে সেকশন কন্ট্রোলার হওয়ার দারুণ সুযোগ, স্নাতকেরাও আবেদন করতে পারবেন!

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে  www.rrcjaipur.in যান।
  • “Apprenticeship 2025” বিজ্ঞপ্তি খুলুন।
  • অনলাইন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন।
  • ডকুমেন্ট আপলোড করে ফর্ম সাবমিট করুন।

কবে আবেদনের শেষ তারিখ?

  • শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৫

যারা রেলে কাজ শিখতে চান এবং আইটিআই পাশ করেছেন, তাঁদের জন্য এটি এক দারুণ সুযোগ। সরকারি সংস্থায় কাজ শেখার অভিজ্ঞতা ভবিষ্যতে বড় চাকরির দরজা খুলে দিতে পারে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন!

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *